পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আলতাবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পকেটগ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, আলতাব হোসেন গতকাল বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৯৩ নম্বর প্রধান পিলার ও ৮ ও ৯ নম্বর উপপিলার এলাকার একটি খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার রাজ্যের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি তিন-চারজন চোরাকারবারিকে ধাওয়া করে সীমান্তের শূন্যরেখায় আসেন।
এ সময় চিৎকার ও হইচই শুনে আলতাব এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলতাব গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গালাগাল করছিলেন। এ সময় দূর থেকে আলতাব তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের এক সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন।
উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনি বিএসএফ আলতাব হোসেনকে গুলি করেছে। গুলি আলতাবের বুকে লেগেছে, চিকিৎসার জন্য তাঁকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আলতাব কোনো চোরাকারবারি নন।’
এ ব্যাপারে বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আলতাবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পকেটগ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, আলতাব হোসেন গতকাল বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৯৩ নম্বর প্রধান পিলার ও ৮ ও ৯ নম্বর উপপিলার এলাকার একটি খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার রাজ্যের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি তিন-চারজন চোরাকারবারিকে ধাওয়া করে সীমান্তের শূন্যরেখায় আসেন।
এ সময় চিৎকার ও হইচই শুনে আলতাব এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলতাব গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গালাগাল করছিলেন। এ সময় দূর থেকে আলতাব তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের এক সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন।
উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনি বিএসএফ আলতাব হোসেনকে গুলি করেছে। গুলি আলতাবের বুকে লেগেছে, চিকিৎসার জন্য তাঁকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আলতাব কোনো চোরাকারবারি নন।’
এ ব্যাপারে বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
৩ ঘণ্টা আগে