ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার রাতে ভাড়াবাড়ি থেকে মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী নুর ইসলাম (৫০) আত্মহত্যার চেষ্টায় বিষপান করায় হাসপাতালে ভর্তি আছেন।
নুর ইসলামের বাড়ি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামে। তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি একই গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী হলেন মরিয়ম। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়। তিনি বলেন, ‘লাশ নীলফামারীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভাই মিজানুর হোসেন বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলার অভিযোগ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাঁদের ঘরে তালা দেওয়া দেখে গতকাল বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের লাশ দেখতে পান।
স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে অন্যত্র গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন নুর ইসলাম। হত্যার পর তাঁর লাশ দুদিন ধরে ঘরে রেখে কৌশলে পালিয়ে যান তিনি।’
ওসি দেবাশীষ রায় বলেন, ‘এই ঘটনায় আজ নিহতের ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।’

নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার রাতে ভাড়াবাড়ি থেকে মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী নুর ইসলাম (৫০) আত্মহত্যার চেষ্টায় বিষপান করায় হাসপাতালে ভর্তি আছেন।
নুর ইসলামের বাড়ি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের জুগিপাড়া গ্রামে। তিনি রংপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি একই গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। নুর ইসলামের দ্বিতীয় স্ত্রী হলেন মরিয়ম। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়।
লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়। তিনি বলেন, ‘লাশ নীলফামারীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভাই মিজানুর হোসেন বাদী হয়ে ডিমলা থানায় হত্যা মামলার অভিযোগ দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মরিয়ম স্বামীসহ জুগিপাড়া এলাকার নুর হকের বাসায় ভাড়া থাকতেন। দুদিন ধরে তাঁদের ঘরে তালা দেওয়া দেখে গতকাল বিকেলে প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দেন। ঘরের বিছানায় মরিয়মকে পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ঘরের তালা ভেঙে মরিয়মের লাশ দেখতে পান।
স্ত্রীর লাশ ঘরে রেখে পালিয়ে অন্যত্র গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নুর ইসলাম। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন নুর ইসলাম। হত্যার পর তাঁর লাশ দুদিন ধরে ঘরে রেখে কৌশলে পালিয়ে যান তিনি।’
ওসি দেবাশীষ রায় বলেন, ‘এই ঘটনায় আজ নিহতের ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।’

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে