
রংপুরের তারাগঞ্জে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আতিয়ার রহমান (৬০)। অভিযুক্ত ভাতিজার নাম আব্দুল হাই।
নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, আতিয়ার রহমানের সঙ্গে আব্দুল হাইয়ের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আতিয়ারের বাড়ির পাশের ৭ শতাংশ জমি আব্দুল হাই ও তাঁর লোকজন দখলের চেষ্টা করে। এতে আতিয়ার রহমান বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে।
একপর্যায়ে আব্দুল হাই ও তাঁর লোকজন বাঁশের লাঠি, লোহার রড ও ধারালো ছোরা দিয়ে আতিয়ার রহমানকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৪টার দিকে আতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এ ঘটনায় আতিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে আব্দুল হাইসহ ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য আব্দুল হাইয়ের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুল ইসলাম বলেন, নিহত আতিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন শুক্রবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে