কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া ৩দিন ধরে নিজ কার্যালয়ে যাচ্ছেন না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের মানুষ। আজ মঙ্গলবার দুপুরে পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।
চেক প্রত্যাখ্যাত হওয়ার দুটি মামলায় তিনি ১ বছর করে কারাদণ্ড এবং ১১ লাখ টাকা অর্থদণ্ড পেয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আত্মগোপনে আছেন।
ইউনিয়নের বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘জন্মনিবন্ধনের আবেদন নিয়ে এসে দেখি চেয়ারম্যান নাই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আমাদের মতো অনেকে ফিরে যাচ্ছেন।’
বেলগাছা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাগর চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান কয়েকদিন ধরে পরিষদে আসছেন না। এতে করে জনগণকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা খুব যন্ত্রণায় আছি।’
১ নম্বর ওয়ার্ড সদস্য তসলিম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান যা শুরু করছে তাতে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। তিনি নিয়মিত আসেন না। ইউনিয়নবাসীর বিভিন্ন ট্যাক্সের টাকা উত্তোলন করে তিনি অ্যাকাউন্টে জমা না করে আত্মসাত করেছেন। এখন সাজা হওয়ায় কয়েকদিন থেকে পরিষদেও আসতেছেন না।’
বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, ‘চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে জন্মনিবন্ধন করতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব হলে তিনি সনদের কাগজে স্বাক্ষর করে সেগুলো লোক মারফত পাঠিয়েছেন।’
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া ৩দিন ধরে নিজ কার্যালয়ে যাচ্ছেন না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের মানুষ। আজ মঙ্গলবার দুপুরে পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।
চেক প্রত্যাখ্যাত হওয়ার দুটি মামলায় তিনি ১ বছর করে কারাদণ্ড এবং ১১ লাখ টাকা অর্থদণ্ড পেয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আত্মগোপনে আছেন।
ইউনিয়নের বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘জন্মনিবন্ধনের আবেদন নিয়ে এসে দেখি চেয়ারম্যান নাই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আমাদের মতো অনেকে ফিরে যাচ্ছেন।’
বেলগাছা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাগর চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান কয়েকদিন ধরে পরিষদে আসছেন না। এতে করে জনগণকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা খুব যন্ত্রণায় আছি।’
১ নম্বর ওয়ার্ড সদস্য তসলিম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান যা শুরু করছে তাতে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। তিনি নিয়মিত আসেন না। ইউনিয়নবাসীর বিভিন্ন ট্যাক্সের টাকা উত্তোলন করে তিনি অ্যাকাউন্টে জমা না করে আত্মসাত করেছেন। এখন সাজা হওয়ায় কয়েকদিন থেকে পরিষদেও আসতেছেন না।’
বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, ‘চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে জন্মনিবন্ধন করতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব হলে তিনি সনদের কাগজে স্বাক্ষর করে সেগুলো লোক মারফত পাঠিয়েছেন।’
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে