গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুকতারা বেগম (৩৫) দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। প্রায় ১৭ বছর আগে গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে মাহবুব হাসান সরকার রাহাতের (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত কলেজ ভর্তি হওয়ার পর থেকে জড়িয়ে পড়েন মাদক সেবনের সঙ্গে। এরপর তাঁকে বিয়ে দেওয়া হলে কিছুদিন যেতে না যেতেই মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। প্রায় মাদক সেবনের টাকার জন্য তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাহাত। সম্প্রতি রাহাতের স্ত্রীর ওপর নির্যাতন দেখে তাঁর বৃদ্ধা মা মেরিনা বেগম প্রতিবাদ করলে তাঁর মায়ের গলায় ছুরি ধরেন রাহাত। এরপর তাঁর মা রাহাতের ১৫ বছরের ছেলে অপূর্বকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে চলে যান।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক নারী তাদের বাড়িতে গেলে দেখতে পায় শুকতারা গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এরপর ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী হাসান সরকার রাহাত পলাতক আছেন।
ঘরের দরজা খুলে লাশ দেখতে পাওয়া সাহেবা বেগম (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে শুকতারার ছাগল আমার জমির খেত খাওয়ায় আমি ছাগলগুলো পাকরাও করে শুকতারার কাছে বিচার দেওয়ার জন্য যাই। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ বাড়ি থেকে বের না হওয়ায় আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি শুকতারার গলাকাটা লাশ তাদের থাকার ঘরের বিছানায় পড়ে আছে। এই সময় আমি বাইরে এসে জোরে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে শুকতারার ছেলে অপূর্ব বাড়িতে এসে নির্বাক হয়ে পড়ে। এ সময় সে আজকের পত্রিকাকে বলে, ‘তিন দিন আগে আমি দাদিসহ ফুফুর বাড়ি বেড়াতে যাই। বাড়িতে শুধু মা-বাবা ছিল। মা কীভাবে মারা গেল কিছুই জানি না।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটির সুরতহালের সময় গলাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর ল্যাংড়ার বাজার এলাকার এক বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শুকতারা বেগম (৩৫) দিনাজপুরে পার্বতীপুর উপজেলা শহরের মৃত নাজিমুদ্দিনের মেয়ে। প্রায় ১৭ বছর আগে গঙ্গাচড়া উপজেলার মৃত মোখলেছার রহমানের ছেলে মাহবুব হাসান সরকার রাহাতের (৪২) সঙ্গে তাঁর বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহাত কলেজ ভর্তি হওয়ার পর থেকে জড়িয়ে পড়েন মাদক সেবনের সঙ্গে। এরপর তাঁকে বিয়ে দেওয়া হলে কিছুদিন যেতে না যেতেই মাদক সেবনের টাকা জোগাড়ের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। প্রায় মাদক সেবনের টাকার জন্য তাঁর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রাহাত। সম্প্রতি রাহাতের স্ত্রীর ওপর নির্যাতন দেখে তাঁর বৃদ্ধা মা মেরিনা বেগম প্রতিবাদ করলে তাঁর মায়ের গলায় ছুরি ধরেন রাহাত। এরপর তাঁর মা রাহাতের ১৫ বছরের ছেলে অপূর্বকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে চলে যান।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে এক নারী তাদের বাড়িতে গেলে দেখতে পায় শুকতারা গলাকাটা মরদেহ বিছানায় পরে আছে। এরপর ওই নারী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে স্বামী হাসান সরকার রাহাত পলাতক আছেন।
ঘরের দরজা খুলে লাশ দেখতে পাওয়া সাহেবা বেগম (৪৫) আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে শুকতারার ছাগল আমার জমির খেত খাওয়ায় আমি ছাগলগুলো পাকরাও করে শুকতারার কাছে বিচার দেওয়ার জন্য যাই। বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ বাড়ি থেকে বের না হওয়ায় আমি বাড়ির ভেতরে গিয়ে দেখি শুকতারার গলাকাটা লাশ তাদের থাকার ঘরের বিছানায় পড়ে আছে। এই সময় আমি বাইরে এসে জোরে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে শুকতারার ছেলে অপূর্ব বাড়িতে এসে নির্বাক হয়ে পড়ে। এ সময় সে আজকের পত্রিকাকে বলে, ‘তিন দিন আগে আমি দাদিসহ ফুফুর বাড়ি বেড়াতে যাই। বাড়িতে শুধু মা-বাবা ছিল। মা কীভাবে মারা গেল কিছুই জানি না।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাশটির সুরতহালের সময় গলাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে