রংপুর প্রতিনিধি

বৈশাখে খরা ও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর একের পর এক দেশ জুড়ে ঘটে চলেছে অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার রংপুর নগরীর ‘মতি প্লাজা’ মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ক্রেতা আটকা পড়েন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিটের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, রংপুর নগরীর কাপড়ের মার্কেট ‘মতি প্লাজার’ পেছনের দিকে জেনারেটরের মাধ্যমে ফোমের গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে কালো ধোঁয়ায় ছেয়ে যায় মতি প্লাজা। এ সময় আতঙ্কিত ব্যবসায়ীরা তাঁদের দোকানের কাপড়, জুতা-সেন্ডেল নিয়ে রাস্তায় দৌড়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটি কাজ শুরু করে। এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঈদের আগে মার্কেটে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন অর্ধশত ব্যবসায়ী।
মতি প্লাজার কাপড় ব্যবসায়ী সামি উন নাহার সামি বলেন, ‘ঈদের আগে আমাদের বেচাকেনা ভালোই চলছিল। ঈদকে ঘিরে আজই সবচেয়ে বেশি গ্রাহক মার্কেটে এসেছে। হঠাৎ করে একটি ছেলে এসে বলল জেনারেটর থেকে আগুন লেগেছে। আমরা আগুন লাগার কথা শুনে তাৎক্ষণিক বাইরে থাকা কাপড়-চোপড় নিয়ে বাইরে ছুটে আসি। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা আগুন নেভানোর কাজে লেগে পড়ে। আগুন যে জায়গায় লেগেছে ফায়ার সার্ভিস সেই জায়গা শনাক্ত করতে পেরেছে বলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’
পাঞ্জাবিওয়ালা ঈদের পাঞ্জাবি কিনতে আসা নীলফামারীর শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়েন। তিনি বলেন, ‘মার্কেটের দ্বিতীয় তলায় হঠাৎ দেখতে পেলাম ধোঁয়া বের হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা রান্নার ধোয়া। কিন্তু পড়ে যখন কালো ধোয়া বের হওয়া শুরু করল তখন বুঝতে পারি মার্কেটে আগুন লেগেছে। মুহূর্তে ধোয়ায় পুরো এলাকা অন্ধকার হলে আমরা ছাদে চলে যাই। পরে ফায়ার সার্ভিসে সহযোগিতা আগুন নিভে যায়, আমরা নিচে আসি।’
মতি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পুরো মার্কেটে কয়েকটি গোডাউন ঘরসহ ৩২টি দোকান রয়েছে। আগুনে পুরো ও আংশিক মিলে আটটি দোকানের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে।’
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে সাব স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আব্দুল হামিদ আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু দোকানের কাপড়সহ অন্যান্য পণ্য পুড়ে গেছে। আমরা ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগান কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করব। সেই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ নিয়ে প্রতিবেদন জমা দেবে।’

বৈশাখে খরা ও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর একের পর এক দেশ জুড়ে ঘটে চলেছে অগ্নিকাণ্ডের ঘটনা। ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার রংপুর নগরীর ‘মতি প্লাজা’ মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ক্রেতা আটকা পড়েন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিটের কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানায়, রংপুর নগরীর কাপড়ের মার্কেট ‘মতি প্লাজার’ পেছনের দিকে জেনারেটরের মাধ্যমে ফোমের গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে কালো ধোঁয়ায় ছেয়ে যায় মতি প্লাজা। এ সময় আতঙ্কিত ব্যবসায়ীরা তাঁদের দোকানের কাপড়, জুতা-সেন্ডেল নিয়ে রাস্তায় দৌড়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটি কাজ শুরু করে। এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঈদের আগে মার্কেটে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন অর্ধশত ব্যবসায়ী।
মতি প্লাজার কাপড় ব্যবসায়ী সামি উন নাহার সামি বলেন, ‘ঈদের আগে আমাদের বেচাকেনা ভালোই চলছিল। ঈদকে ঘিরে আজই সবচেয়ে বেশি গ্রাহক মার্কেটে এসেছে। হঠাৎ করে একটি ছেলে এসে বলল জেনারেটর থেকে আগুন লেগেছে। আমরা আগুন লাগার কথা শুনে তাৎক্ষণিক বাইরে থাকা কাপড়-চোপড় নিয়ে বাইরে ছুটে আসি। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা আগুন নেভানোর কাজে লেগে পড়ে। আগুন যে জায়গায় লেগেছে ফায়ার সার্ভিস সেই জায়গা শনাক্ত করতে পেরেছে বলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’
পাঞ্জাবিওয়ালা ঈদের পাঞ্জাবি কিনতে আসা নীলফামারীর শরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনায় আটকা পড়েন। তিনি বলেন, ‘মার্কেটের দ্বিতীয় তলায় হঠাৎ দেখতে পেলাম ধোঁয়া বের হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এটা রান্নার ধোয়া। কিন্তু পড়ে যখন কালো ধোয়া বের হওয়া শুরু করল তখন বুঝতে পারি মার্কেটে আগুন লেগেছে। মুহূর্তে ধোয়ায় পুরো এলাকা অন্ধকার হলে আমরা ছাদে চলে যাই। পরে ফায়ার সার্ভিসে সহযোগিতা আগুন নিভে যায়, আমরা নিচে আসি।’
মতি প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পুরো মার্কেটে কয়েকটি গোডাউন ঘরসহ ৩২টি দোকান রয়েছে। আগুনে পুরো ও আংশিক মিলে আটটি দোকানের ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে।’
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে সাব স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আব্দুল হামিদ আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু দোকানের কাপড়সহ অন্যান্য পণ্য পুড়ে গেছে। আমরা ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগান কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করব। সেই কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ নিয়ে প্রতিবেদন জমা দেবে।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৪ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৯ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে