সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন আল-আমিন নামের এক কলেজছাত্র। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আল-আমিনকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার।
এ সময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে শওকত আলী দোকানে ঢুকে পড়েন। এ সময় ওই তিন তরুণ দোকানের সামনে থেকে শওকত আলীকে গুলি করে পালিয়ে যান। গুলিটি গিয়ে লাগে সেখানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে।
আব্দুল বারিক আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র আল-আমিন বলেন, ‘রাতে দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে গুলি করে। একটি গুলি আমার পায়ে লাগে। তবে অন্ধকার থাকায় কারা গুলি করেছে দেখতে পাইনি।’
এ বিষয়ে জানতে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন আল-আমিন নামের এক কলেজছাত্র। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আল-আমিনকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার।
এ সময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে শওকত আলী দোকানে ঢুকে পড়েন। এ সময় ওই তিন তরুণ দোকানের সামনে থেকে শওকত আলীকে গুলি করে পালিয়ে যান। গুলিটি গিয়ে লাগে সেখানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে।
আব্দুল বারিক আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র আল-আমিন বলেন, ‘রাতে দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে গুলি করে। একটি গুলি আমার পায়ে লাগে। তবে অন্ধকার থাকায় কারা গুলি করেছে দেখতে পাইনি।’
এ বিষয়ে জানতে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে