চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের ৯টি বাড়ি আগুনে পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা রাঘববাটি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আতাবুর, ছেলে খুরশেদ ও কালু, জামাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে পারচৌকা রাঘববাটি গ্রামের আতাবুরের ছেলে কালুর গোয়ালঘরের মশা তাড়ানোর আগুন থেকে সূত্রপাত ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পাশের আরও দুটি পরিবারের ঘর, আসবাব, চাল, ডাল, আটা, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়।
একই সঙ্গে বাড়ির মালিক মৃত ইসমাইলের ছেলে প্রতিবন্ধী আতাবুর রহমানের (৬৫) শরীর ঝলসে গেছে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডে তিনটি ছাগল, হাঁস-মুরগি ও কবুতর ভস্মীভূত হয়েছে। এতে তিন পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
কাদেরী কিবরিয়া আরও জানান, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এদিকে খবর পেয়ে দুপুরে দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও শুকনো খাবার দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রতিবেদন পেয়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।
অপর দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিএনবি ঘাট ফুলকুড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে একটি সেমিপাকা বাড়ির দুটি ঘর। আজ বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত না হলেও প্রায় সবকিছুই হারিয়েছে পরিবারটি। বাড়ির মালিক আকাশ আলী অ্যাম্বুলেন্সের সহযোগী হিসেবে কাজ করতেন। এত দিনের তিলে তিলে সাজানো ঘর মুহূর্তে শেষ হয়ে যাওয়ায় বিলাপ করছেন আকাশ আলী।
আকাশ আলীর স্ত্রী মুন্নি খাতুন জানান, তিনি সকালে মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলেন। এরপর জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন ঘরের টিভি, ফ্রিজ, আসবাব সবকিছুই পুড়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রবিউল ইসলাম জানান শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে দুটি ঘরের সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় দেড় লাখ টাকা।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে