লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নৌকার দুই সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঈগলের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন দাবি করেছেন, ঘটনাটি রং চড়িয়ে ঈগলের সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে।
আহতরা হলেন শোভ দিদারপাড়া গ্রামের বাদশার ছেলে মামনুর রশিদ (৩৫) ও দসারতের ছেলে নাসির আলী (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামের মসজিদের সামনে নৌকা ও ঈগলের সমর্থকদের ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এ সময় নৌকার সমর্থক মো. মামুনুর রশিদ (৩৫) ও নাসির আলীর (৬২) সঙ্গে ঈগলের সমর্থক মো. শরীফ (৪০), সালাম (৪৮), আসাদ (৫০) ও জাকিরের (৪৬) সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মামুনের বাম পায়ে জখম হয়। এ সময় নাসিরও আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আহত মামুনুর রশিদের বাম পায়ে কাটা রক্তাক্ত জখম ও নাসির আলীর শরীরে আঘাতের কারণে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, গ্রামে তাঁদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আর ভোটের সময় বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটি হতেই পারে। একে রং চড়িয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে।
বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল জানান, নৌকার বিপক্ষ প্রার্থীর সমর্থকেরা অযাচিতভাবে তাঁর দুই সমর্থককে কুপিয়ে ও মারপিট করে আহত করেছে। বিগত দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ভোটের আগেই আবার তাদের প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু করেছে।
আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, দিদারপাড়া গ্রামের এক চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে নৌকার দুই সমর্থক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নৌকার দুই সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঈগলের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন দাবি করেছেন, ঘটনাটি রং চড়িয়ে ঈগলের সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে।
আহতরা হলেন শোভ দিদারপাড়া গ্রামের বাদশার ছেলে মামনুর রশিদ (৩৫) ও দসারতের ছেলে নাসির আলী (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া গ্রামের মসজিদের সামনে নৌকা ও ঈগলের সমর্থকদের ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এ সময় নৌকার সমর্থক মো. মামুনুর রশিদ (৩৫) ও নাসির আলীর (৬২) সঙ্গে ঈগলের সমর্থক মো. শরীফ (৪০), সালাম (৪৮), আসাদ (৫০) ও জাকিরের (৪৬) সংঘর্ষ হয়। একপর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মামুনের বাম পায়ে জখম হয়। এ সময় নাসিরও আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, আহত মামুনুর রশিদের বাম পায়ে কাটা রক্তাক্ত জখম ও নাসির আলীর শরীরে আঘাতের কারণে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদের সমর্থক ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, গ্রামে তাঁদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। আর ভোটের সময় বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটি হতেই পারে। একে রং চড়িয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ওপর দোষ চাপানো হচ্ছে।
বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল জানান, নৌকার বিপক্ষ প্রার্থীর সমর্থকেরা অযাচিতভাবে তাঁর দুই সমর্থককে কুপিয়ে ও মারপিট করে আহত করেছে। বিগত দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ভোটের আগেই আবার তাদের প্রকৃত রূপ প্রকাশ পেতে শুরু করেছে।
আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, দিদারপাড়া গ্রামের এক চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে নৌকার দুই সমর্থক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে