আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা।
খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মো. মেজবাউল মণ্ডল নামের এক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘আবার কয়েক দিন থেকে জানতে পারছি, আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাঁরা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম। মেয়েদের লেলিয়ে দেওয়া কীভাবে মানতে পারি! যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তাঁরা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়।

ভাঙচুরের বিষয়ে টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুর বাজারের দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই দুই বাসিন্দা আরও বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আজ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি নেই। এটি তাঁদের একাধিকবার নিষেধ করা হয়েছিল। আজ অবধি তাঁরা সেটি শোনেননি। বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা হয়েছিল। আজকের ঘটনাটি ছিল ভিন্ন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। ইউএনও স্যার জানিয়েছেন, আগামীকাল আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘নারী দলের খেলার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি। তবে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে বৈঠক করব।’

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রতিবাদে মাঠে ভাঙচুর চালিয়েছে কিছু মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার আসরের নামাজের পর তারা মাঠে গিয়ে এই ঘটনা ঘটায়। এর আগে স্বাধীনতা চত্বরে সমবেত হয়ে মিছিল ও বক্তব্য দেয় তারা।
খেলার মাঠে ভাঙচুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মো. মেজবাউল মণ্ডল নামের এক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা জড়ো হয়েছে। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘আবার কয়েক দিন থেকে জানতে পারছি, আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। মুসলমান মেয়েদের ঘরে রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাঁরা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের পাপাচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম। মেয়েদের লেলিয়ে দেওয়া কীভাবে মানতে পারি! যারা মেয়েদের লেলিয়ে দিয়ে অর্থ উপার্জন করতে চান, আমি তাঁদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
এরপর সেখান থেকে স্লোগান দিতে দিতে তাঁরা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন।
খেলার আয়োজকদের সূত্র জানা যায়, স্থানীয় টি-স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে টিনের বেড়া দিয়ে ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রতিটি ম্যাচে দর্শকদের মাটিতে বসে খেলা দেখার জন্য ৩০ টাকা ও চেয়ারে বসে দেখার জন্য ৭০ টাকায় টিকিট বিক্রি করা হচ্ছিল।
আগামীকাল বুধবার জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেড় মাসের মধ্যে আগামীকাল প্রথম নারীদের ম্যাচটি আয়োজন করা হয়।

ভাঙচুরের বিষয়ে টি-স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, ‘আগামীকাল বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। আজ আসরের নামাজের পর মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছে। এতে লক্ষাধিক টাকার টিন নষ্ট হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিলকপুর বাজারের দুজন স্থানীয় ব্যক্তি বলেন, টি-স্টার ক্লাবের কর্মকর্তারা উচ্চবিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘিরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দর্শকদের ৩০ ও ৭০ টাকার টিকিট কেটে ফুটবল খেলা দেখতে হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঠে টিনের বেড়া অপসারণ করতে এসে দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় একজন গ্রাম পুলিশ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ওই দুই বাসিন্দা আরও বলেন, আগামীকাল বুধবার নারী দলের ফুটবল খেলার আয়োজনের কথা আয়োজকেরা প্রচার করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা আজ আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তাঁরা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

খেলার মাঠ থেকে টিনের বেড়া অপসারণ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে বেড়া দিয়ে টুর্নামেন্ট আয়োজন করার অনুমতি নেই। এটি তাঁদের একাধিকবার নিষেধ করা হয়েছিল। আজ অবধি তাঁরা সেটি শোনেননি। বিষয়টি নিয়ে সেই সময় একটু ঝামেলা হয়েছিল। আজকের ঘটনাটি ছিল ভিন্ন।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘নারী দলের খেলা আয়োজন এবং মাঠের টিনের বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না। ইউএনও স্যার জানিয়েছেন, আগামীকাল আয়োজক ও বিরোধীদের সঙ্গে বৈঠক হবে।’
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘নারী দলের খেলার বিষয়ে আমাকে আগে জানানো হয়নি। তবে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে বৈঠক করব।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে