
রাজবাড়ী স্টেশনে প্রাচীর নির্মাণকাজের সময় পৌর কাউন্সিলরের হাতে এক রেল কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশন প্ল্যাটফর্মে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রেলওয়ে কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে পাকশী রেল বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাঁরা প্রতিবাদ সমাবেশে কোনো বক্তব্য দেননি।
মিছিলকারীরা ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে যাত্রীবাহী মধুমতি, মহানন্দা ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সামনে দাঁড়িয়ে কিছু সময় বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন রেল কর্মচারী নাসির উদ্দিন ও শাহনেওয়াজ জুয়েলসহ অনেকে।
এ সময় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আবু তৌহির সুমন ও ঈশ্বরদী জংশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মহিউল ইসলাম উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা পাকশীর দুজন রেল কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জনিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় ঈশ্বরদী জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন। জানা গেছে, দীর্ঘদিনের পায়ে চলার পথ বন্ধ করে দিয়ে রাজবাড়ী রেলস্টেশনে সীমানায় প্রাচীর তৈরি করায় এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত সোমবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী ওই রেলস্টেশনের অ্যাকসেস কন্ট্রোল ফেন্সিং কাজ পরিদর্শনের কথা ছিল। এ জন্য সোমবার সকালে রাজবাড়ী স্টেশন ইয়ার্ডের সূর্যনগর অভিমুখের ৮৩ নম্বর সেতুর ৪ নম্বর লুপলাইনে ফেন্সিংয়ের কাজ দেখাশোনা কাজ করছিলেন দুজন কর্মকর্তা-কর্মচারী। এ সময় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল রহমান পলাশসহ ১০-১২ জন এলাকাবাসী ঘটনাস্থলে এসে রেলের ওই দুজন কর্মকর্তা-কর্মচারীকে প্রাচীর নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বাধা, গালিগালাজ ও ধাক্কা দেন।
এ ঘটনায় সোমবার রাতেই রাজবাড়ী রেল থানায় মামলা করেন রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। ওই মামলায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা।
প্রকৌশলী গৌতম বিশ্বাস মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, এজাহারের পর পুলিশ শান্ত গোস্বামীকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রাজবাড়ীর ভাবানীপুর এলাকায়।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩০ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে