আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া সেই বখাটের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পরই দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন।
পুলিশ বলছে, মামলার প্রধান আসামি ইদ্রীস আলী পলাতক রয়েছেন। তবে এ মামলার অন্য দুই আসামি ইদ্রীস আলীর বাবা আমেদুল ইসলাম (৫৩) ও বড় ভাই ফারুক হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার দুপুরে ওই গৃহবধূ তাঁর শ্লীলতাহানির অভিযোগ এনে এক বখাটেসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। উল্টো অভিযুক্তকে থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে গতকাল সোমবার আজকের পত্রিকার অনলাইন বিভাগে ‘‘শ্লীলতাহানির অভিযোগ: থানায় আপসের প্রস্তাব গৃহবধূকে, বখাটেকে ‘শাসন’ করে ছেড়ে দিল পুলিশ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পরে সোমবার রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের ধরতে কানুপুর গ্রামে যায় আক্কেলপুর থানার পুলিশ।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার পর রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া সেই বখাটের বিরুদ্ধে অবশেষে মামলা নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এর পরই দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন।
পুলিশ বলছে, মামলার প্রধান আসামি ইদ্রীস আলী পলাতক রয়েছেন। তবে এ মামলার অন্য দুই আসামি ইদ্রীস আলীর বাবা আমেদুল ইসলাম (৫৩) ও বড় ভাই ফারুক হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার দুপুরে ওই গৃহবধূ তাঁর শ্লীলতাহানির অভিযোগ এনে এক বখাটেসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। উল্টো অভিযুক্তকে থানায় ডেকে ‘শাসন’ করে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে গতকাল সোমবার আজকের পত্রিকার অনলাইন বিভাগে ‘‘শ্লীলতাহানির অভিযোগ: থানায় আপসের প্রস্তাব গৃহবধূকে, বখাটেকে ‘শাসন’ করে ছেড়ে দিল পুলিশ’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
পরে সোমবার রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের ধরতে কানুপুর গ্রামে যায় আক্কেলপুর থানার পুলিশ।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় মামলা হওয়ার পর রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে