Ajker Patrika

দুর্গন্ধ পেয়ে বদ্ধ ঘর থেকে উদ্ধার হলো অর্ধগলিত লাশ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৭: ৪৪
দুর্গন্ধ পেয়ে বদ্ধ ঘর থেকে উদ্ধার হলো অর্ধগলিত লাশ

ভেতর থেকে বন্ধ ছিল দরজা। দুর্গন্ধ ছড়াচ্ছিল ঘর থেকে। এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দেয় পুলিশকে। সেখানে পৌঁছে পুলিশ দরজা খুলে কক্ষ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম বাটুল মণ্ডল (৪০)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের অপু মণ্ডলের ছেলে।

বাটুল মণ্ডল প্রায় দুই বছর ধরে পোড়াপাড়া এলাকার একটি টিনের বেড়া দিয়ে ঘর তৈরি করে থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন। 

ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপপরিদর্শক (এসআই) আনহার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

এসআই বলেন, বাটুলের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করেন। দুই সন্তান নিয়ে এ কারণে তিনি শহরেই থাকেন। বাটুল গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন। এলাকাবাসী পুলিশকে জানিয়েছে গত শুক্রবার রাতে তাঁকে সর্বশেষ বাড়ি ফিরতে দেখেন। এরপর আজ তাঁর শয়ন কক্ষ থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদুরোর মামলাটি যেভাবে ভেস্তে দিতে পারেন তাঁর আইনজীবীরা

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

এএসপি আমাকে গরু পেটানোর মতো পিটিয়েছেন— চালকের অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বললেন এসপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত