বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

বগুড়ায় মহাসড়ক থেকে উদ্ধার করা তিনটি সাপ পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সদস্যরা বন বিভাগের ‘রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর কাছে হস্তান্তর করেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বরে সাপগুলো হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৭ অক্টোবর (শনিবার) বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে পড়ে থাকা তিনটি বাক্স থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বনানী বাইপাস মোড় এলাকার ব্যবসায়ী পটু সরকার জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে রংপুরগামী একটি বাসের ছাদ থেকে তিনটি বাক্স মহাসড়কে পড়ে যায়। তিনি বাক্সগুলো উদ্ধার করে সাপ দেখতে পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে সাপসহ বাক্স তিনটি হস্তান্তর করেন।
‘তীর’ এর সভাপতি মো. রিফাত হাসান জানান, সাপের বাক্স ও অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে সাপগুলো কোনো সাপুরের এবং এতে তিন প্রজাতির পদ্ম গোখরা, দাঁড়াশ ও জল ঢোঁড়া সাপ রয়েছে। এগুলোর মধ্যে পদ্ম গোখরা সাপ বিষধর।
এ বিষয়ে রাজশাহী প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। বগুড়ার বনানী এলাকায় সাপ পাওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত ‘তীর’ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। সাপগুলো ‘প্রকৃতি সংরক্ষণ বিভাগ’ এর হেফাজতে রেখে পর্যবেক্ষণ করে দ্রুতই নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা ২০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনকাজে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করা হয়।
২ মিনিট আগে
অভিযুক্ত নুরুল ইসলাম রাজশাহী শহরের বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন নম্বর অ-৩৪৭৯৭ ব্যবহার করে নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে চেম্বার রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত...
৪ মিনিট আগে
নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ইয়াসিন আহমেদ সিয়াম (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে জেলা শহরের রাজুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে নারিকেলগাছের নিচে চাপা পড়ে আরাফাত রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতি ইউনিয়নের রাজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
২৬ মিনিট আগে