নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহতের মা–বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
ফরহাদ হোসেন সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হামিদ আলীর ছেলে।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। যৌতুক বাবদ দুই দফায় ৬৫ হাজার টাকা দেওয়া হয় ফরহাদকে। তবে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর বন্ধ হয়নি।
২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ফরহাদ। পরদিন ফাতেমার বাবা নুর ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার তৎকালীন উপপরিদর্শক নুর আলম মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৬ এপ্রিল ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং অন্য আসামিদের অব্যাহতির সুপারিশ করেন। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। দীর্ঘ ১৪ বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারক।

নাটোরের সিংড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে ফরহাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা নিহতের মা–বাবাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
ফরহাদ হোসেন সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের হামিদ আলীর ছেলে।
নাটোর আদালতের সরকারি কৌঁসুলি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালে ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে ফরহাদ হোসেনের বিয়ে হয়। যৌতুক বাবদ দুই দফায় ৬৫ হাজার টাকা দেওয়া হয় ফরহাদকে। তবে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর বন্ধ হয়নি।
২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে স্ত্রী ফাতেমা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান ফরহাদ। পরদিন ফাতেমার বাবা নুর ইসলাম বাদী হয়ে ফরহাদ হোসেনসহ চারজনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার তৎকালীন উপপরিদর্শক নুর আলম মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৬ এপ্রিল ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এবং অন্য আসামিদের অব্যাহতির সুপারিশ করেন। পরে মামলাটি বিচারের জন্য নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসে। দীর্ঘ ১৪ বছর পর এ মামলার রায় ঘোষণা করলেন বিচারক।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে