বগুড়া প্রতিনিধি

বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’

বগুড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চালসহ এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিলে এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার ও চাল জব্দের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান।
গ্রেপ্তাররা হচ্ছেন জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমান দিপু (৫৫) ও তাঁর সহযোগী দোবাড়িয়া গ্রামের ফেরদৌস আলম (৩৮)।
জব্দ করা চালের প্রতিটি বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর ও ওজন ৩০ কেজি। এসব চালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কমলপুর গ্রামের মীর সেমি-অটোরাইস মিল থেকে একজন পালিয়ে যান। অপর দুজনকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কালোবাজারির মাধ্যমে সরকারি বিক্রি নিষিদ্ধ চাল অবৈধভাবে মজুত করেছিলেন।’
পলাতক ব্যক্তিসহ গ্রেপ্তার দুজনের নামে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করেছে বলে জানান পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান। তিনি বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দুজনকে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শেখেরকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা হাকিম মণ্ডল বলেন, ‘শুনেছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছার রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করেন। সরকারি চাল কীভাবে তাঁর গোডাউনে পাওয়া গেল সে বিষয়ে বলতে পারব না।’

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
৩১ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে