কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে ভ্যান চালককে মারধর করায় ইউপি চেয়ারম্যান শওকত হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তিন শতাধিক নারী-পুরুষ এ মিছিলে অংশ নেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বেলতৈল গ্রাম থেকে মিছিলটি বের হয়ে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে।
শওকত হোসেন উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী স্লোগান দেন ‘খুনি শওকতের ফাঁসি চাই, চেয়ারম্যান থেকে অব্যাহতি চাই’। তিন শতাধিক বিক্ষোভকারী অটো ভ্যান, ভটভটি ও হেঁটে মিছিলে অংশ নেয়। সকালে উপজেলার বেলতৈল গ্রাম থেকে মিছিলটি বের হয়ে শিমুলদাইড় বাজার ও মেঘাই হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে। সেখানে অভিযুক্ত শওকত হোসেন চেয়ারম্যানের বিচারের দাবিতে অবস্থান নেন তাঁরা। কিছুক্ষণ পর সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এলাকাবাসী জানান, গত ২৮ অক্টোবর ভাড়ার টাকা চাওয়ায় শুকুর আলী প্রামাণিক নামের এক ভ্যান চালককে বেধড়ক মারপিট করে আহত করেন মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন। গুরুতর আহত ভ্যান চালক বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চেয়ারম্যান ও আহত ভ্যান চালকের বাড়ি মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, ‘এর আগেও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলেন ওই চেয়ারম্যান। প্রত্যেকবারেই তাঁকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এবার আর কোনো ছাড় হবে না অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শান্ত থাকেন।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আহত শুকুর আলীর চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হবে। আর অভিযুক্তদের সাংগঠনিক কোনো সাপোর্ট দেওয়া হবে না। সে যেই হোক বিচার হবে।’
ভ্যান চালককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ বা মামলা হয়েছে কিনা জানতে কাজীপুর ভানার ভারাপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

সিরাজগঞ্জের কাজীপুরে ভ্যান চালককে মারধর করায় ইউপি চেয়ারম্যান শওকত হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তিন শতাধিক নারী-পুরুষ এ মিছিলে অংশ নেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বেলতৈল গ্রাম থেকে মিছিলটি বের হয়ে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে।
শওকত হোসেন উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী স্লোগান দেন ‘খুনি শওকতের ফাঁসি চাই, চেয়ারম্যান থেকে অব্যাহতি চাই’। তিন শতাধিক বিক্ষোভকারী অটো ভ্যান, ভটভটি ও হেঁটে মিছিলে অংশ নেয়। সকালে উপজেলার বেলতৈল গ্রাম থেকে মিছিলটি বের হয়ে শিমুলদাইড় বাজার ও মেঘাই হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে। সেখানে অভিযুক্ত শওকত হোসেন চেয়ারম্যানের বিচারের দাবিতে অবস্থান নেন তাঁরা। কিছুক্ষণ পর সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এলাকাবাসী জানান, গত ২৮ অক্টোবর ভাড়ার টাকা চাওয়ায় শুকুর আলী প্রামাণিক নামের এক ভ্যান চালককে বেধড়ক মারপিট করে আহত করেন মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন। গুরুতর আহত ভ্যান চালক বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চেয়ারম্যান ও আহত ভ্যান চালকের বাড়ি মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল গ্রামে।
বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, ‘এর আগেও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিলেন ওই চেয়ারম্যান। প্রত্যেকবারেই তাঁকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এবার আর কোনো ছাড় হবে না অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শান্ত থাকেন।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আহত শুকুর আলীর চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হবে। আর অভিযুক্তদের সাংগঠনিক কোনো সাপোর্ট দেওয়া হবে না। সে যেই হোক বিচার হবে।’
ভ্যান চালককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ বা মামলা হয়েছে কিনা জানতে কাজীপুর ভানার ভারাপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

মেটা: রংপুর-৩ ও ৪ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ মিনিট আগে
পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত জোটকে ‘চরম বিপজ্জনক’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি খোলা চিঠি দিয়েছেন বালুচ নেতা ও মানবাধিকারকর্মী মীর ইয়ার বালুচ। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে বালুচিস্তানে চীনা সেনাবাহিনী মোতায়েন হতে পারে, যা ভারত ও বালুচিস্তান...
১৩ মিনিট আগে
রাজশাহীতে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় চাঁদা দাবির অভিযোগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছেন দুই ঠিকাদার। বৃহস্পতিবার রাস্তার কাজের সাইটে গিয়ে চাঁদা দাবির কারণে বিএনপির ওই কর্মীকে পিটুনি দেওয়া হয়েছিল। এ জন্য তাঁর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এজাহারে দাবি করা হয়েছে, পূর্বশত্রুতার
১৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে নারীসহ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারীতে প্রাণ-আরএফএল গ্রুপ পরিচালিত বঙ্গ মিলার্স লিমিটেড কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে