নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নুর রাজশাহী আসতে চেয়েছেন। দলীয় কার্যালয়েও যেতে পারেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়।
আওয়ামী সরকারের পতনের পর নগরের দড়িখড়বোনা এলাকায় তিনতলা একটি বাড়ির দ্বিতীয় তলার কার্যালয়ে গণ অধিকার পরিষদের রাজশাহীর কার্যালয় খোলা হয়। বাড়ির মালিক বলছেন, খেলোয়াড়েরা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তাঁরা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তাঁরা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তাঁরা বাড়িতে আগের তালার ওপরে তালা লাগিয়ে দেন।
শনিবার সকালে গণ অধিকার পরিষদের রাজশাহীর নেতারা নগরের বোয়ালিয়া থানায় গিয়ে তালা খুলতে পুলিশের সহযোগিতা চান। পরে দুপুরে মিজানুর রহমান নামের একজন উপপরিদর্শক (এসআই) নেতাদের নিয়ে দলীয় কার্যালয়টিতে আসেন। তিনি বাড়ির মালিককে ডেকে তালা খুলে দেন। এরপর ভেতরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন এই পুলিশ কর্মকর্তা।
এ সময় বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে টাকা দিতে হবে। তবে গণ অধিকার পরিষদের নেতারা দাবি করেন, গত চার মাস তাঁরা কার্যালয় ব্যবহার করতে পারেননি। এ জন্য ভাড়া দিতে পারবেন না। তবে তাঁরা বিদ্যুৎ বিল দেবেন।
তবে উভয় পক্ষের আলোচনায় বাড়ির মালিককে কিছু টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তখনো টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানান বাড়ির মালিক। এ সময় এসআই মিজানুর রহমান তাঁর ফোন নম্বর দিয়ে বলেন, দলের পক্ষ থেকে ভাড়ার টাকা না দিলে যেন তাঁকে জানানো হয়।
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
তিনি জানান, বাচ্চু নামের এক ব্যক্তি বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নিয়েছিলেন এই বলে যে এখানে খেলোয়াড়েরা থাকবেন আর স্টেডিয়ামে প্র্যাকটিস করবেন। ৩০ হাজার টাকা জামানত দিয়েছিলেন। মাসিক ভাড়া ঠিক হয় ১৮ হাজার টাকায়। কিন্তু ভাড়া দেওয়ার পর কোনো খেলোয়াড় আসেননি। হঠাৎ তাঁরা বাড়ির সামনে রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখেন।
ফাতেমা আরও জানান, রাজনৈতিক দলের কার্যালয় খোলা হবে জানলে তিনি ভাড়া দিতেন না। প্রায় চার মাস ধরে এখানে কেউ আসেননি। ফলে বাড়ির জিনিসপত্র চুরি যাওয়ার আশঙ্কা করেছিলেন। তাই আগের তালার ওপরে তালা দিয়েছিলেন। তারপর কেউ এসে তালা খুলেও দিতে বলেননি। চার মাস ধরে এভাবেই পড়ে ছিল। হঠাৎ পুলিশ নিয়ে আসেন নেতারা। আগামী দুই মাস তাঁরা থেকে বাসা ছেড়ে দেবেন বলে কথা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান কোনো মন্তব্য করতে চাননি। তিনি বাড়ির মালিক এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।
গত চার মাসের ভাড়া দেবেন না জানিয়ে গণ অধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল বলেন, ‘বাড়ির মালিক কেন তালা মেরে রেখেছিল, তার কোনো সদুত্তর নেই। আমরা চার মাস ব্যবহার করতে পারিনি, তাই ভাড়া দেব না। আগামী ৯ তারিখে আমাদের দলের প্রধান ভিপি নুর আসছেন। দলীয় কার্যালয় না থাকলে কেমন হয়, তাই পুলিশের সহযোগিতা নিয়ে তালা খুলেছি। আমাদের ৩০ হাজার টাকা জামানত দেওয়া আছে। আর দুই মাস সেখানে থাকব। তারপর অন্য কোথাও অফিস খুঁজে নেব।’
আরও খবর পড়ুন:

দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছিলেন বাড়ির মালিক। এরই মধ্যে আগামী ৯ আগস্ট দলের প্রধান নুরুল হক নুর রাজশাহী আসতে চেয়েছেন। দলীয় কার্যালয়েও যেতে পারেন। এ অবস্থায় পুলিশের সহযোগিতায় রাজশাহীতে খোলা হয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়।
আওয়ামী সরকারের পতনের পর নগরের দড়িখড়বোনা এলাকায় তিনতলা একটি বাড়ির দ্বিতীয় তলার কার্যালয়ে গণ অধিকার পরিষদের রাজশাহীর কার্যালয় খোলা হয়। বাড়ির মালিক বলছেন, খেলোয়াড়েরা থাকবেন বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। কয়েক মাস পর তাঁরা দেখেন সেখানে রাজনৈতিক দলের সাইনবোর্ড। অফিসে কেউ আসতেন না, তাঁরা ভাড়াও পেতেন না। তাই জিনিসপত্র চুরির ভয়ে সম্প্রতি তাঁরা বাড়িতে আগের তালার ওপরে তালা লাগিয়ে দেন।
শনিবার সকালে গণ অধিকার পরিষদের রাজশাহীর নেতারা নগরের বোয়ালিয়া থানায় গিয়ে তালা খুলতে পুলিশের সহযোগিতা চান। পরে দুপুরে মিজানুর রহমান নামের একজন উপপরিদর্শক (এসআই) নেতাদের নিয়ে দলীয় কার্যালয়টিতে আসেন। তিনি বাড়ির মালিককে ডেকে তালা খুলে দেন। এরপর ভেতরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন এই পুলিশ কর্মকর্তা।
এ সময় বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে টাকা দিতে হবে। তবে গণ অধিকার পরিষদের নেতারা দাবি করেন, গত চার মাস তাঁরা কার্যালয় ব্যবহার করতে পারেননি। এ জন্য ভাড়া দিতে পারবেন না। তবে তাঁরা বিদ্যুৎ বিল দেবেন।
তবে উভয় পক্ষের আলোচনায় বাড়ির মালিককে কিছু টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তখনো টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানান বাড়ির মালিক। এ সময় এসআই মিজানুর রহমান তাঁর ফোন নম্বর দিয়ে বলেন, দলের পক্ষ থেকে ভাড়ার টাকা না দিলে যেন তাঁকে জানানো হয়।
এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে দলটির কয়েকজন নেতা বলতে থাকেন, ‘এসব নিয়ে নিউজ করা যাবে না। এতে দলের বদনাম হবে।’ ওই সময় তাঁদের সামনেই বাড়ির মালিক ফাতেমা আহমেদ বলতে থাকেন, তিনি চার মাসের ভাড়া পাবেন। তাঁকে ভাড়া দেওয়া হয়নি। ভাড়ার টাকা দিয়েই তিনি সংসার চালান। ভাড়া না পেয়ে বিপদে পড়েছেন।
তিনি জানান, বাচ্চু নামের এক ব্যক্তি বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নিয়েছিলেন এই বলে যে এখানে খেলোয়াড়েরা থাকবেন আর স্টেডিয়ামে প্র্যাকটিস করবেন। ৩০ হাজার টাকা জামানত দিয়েছিলেন। মাসিক ভাড়া ঠিক হয় ১৮ হাজার টাকায়। কিন্তু ভাড়া দেওয়ার পর কোনো খেলোয়াড় আসেননি। হঠাৎ তাঁরা বাড়ির সামনে রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখেন।
ফাতেমা আরও জানান, রাজনৈতিক দলের কার্যালয় খোলা হবে জানলে তিনি ভাড়া দিতেন না। প্রায় চার মাস ধরে এখানে কেউ আসেননি। ফলে বাড়ির জিনিসপত্র চুরি যাওয়ার আশঙ্কা করেছিলেন। তাই আগের তালার ওপরে তালা দিয়েছিলেন। তারপর কেউ এসে তালা খুলেও দিতে বলেননি। চার মাস ধরে এভাবেই পড়ে ছিল। হঠাৎ পুলিশ নিয়ে আসেন নেতারা। আগামী দুই মাস তাঁরা থেকে বাসা ছেড়ে দেবেন বলে কথা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান কোনো মন্তব্য করতে চাননি। তিনি বাড়ির মালিক এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।
গত চার মাসের ভাড়া দেবেন না জানিয়ে গণ অধিকার পরিষদের রাজশাহীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল বলেন, ‘বাড়ির মালিক কেন তালা মেরে রেখেছিল, তার কোনো সদুত্তর নেই। আমরা চার মাস ব্যবহার করতে পারিনি, তাই ভাড়া দেব না। আগামী ৯ তারিখে আমাদের দলের প্রধান ভিপি নুর আসছেন। দলীয় কার্যালয় না থাকলে কেমন হয়, তাই পুলিশের সহযোগিতা নিয়ে তালা খুলেছি। আমাদের ৩০ হাজার টাকা জামানত দেওয়া আছে। আর দুই মাস সেখানে থাকব। তারপর অন্য কোথাও অফিস খুঁজে নেব।’
আরও খবর পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
১৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২৩ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে