আজকের পত্রিকা ডেস্ক

ফ্লাইটে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে সহযাত্রীর চড় মারার একটি ভিডিও গতকাল ভাইরাল হয়েছিল। ভারতের ইন্ডিগো এয়ারের ফ্লাইটের অসুস্থ এই ব্যক্তি নিখোঁজ বলে অভিযোগ করেছে পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম হোসেন আহমেদ মজুমদার (৩২)। তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা। মুম্বাইয়ে একটি হোটেলে কাজ করেন।
গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন। ফ্লাইট চলাকালে তিনি হঠাৎ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। সাধারণত, এমন পরিস্থিতি এলে তীব্র ভয়ের কারণে শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়।
ভিডিওতে দেখা যায়, বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী তাঁকে চড় মারেন। তখন ক্রু সদস্যরা ওই ব্যক্তিকে শান্ত থাকার অনুরোধ করেন এবং আরেকজন যাত্রী চড় মারার প্রতিবাদ করেন।
চড় মারা ব্যক্তিকে হাফিজুল রহমান হিসেবে শনাক্ত করা হয়েছে। বিমান কলকাতায় নামার পর তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান। তবে হোসেন আহমেদ শিলচরে না পৌঁছানোয় তাঁর পরিবারের সদস্যরা চিন্তিত। শুক্রবার সন্ধ্যায় তাঁরা সাংবাদিকদের জানান, তিনি এখনো বাড়ি পৌঁছাননি এবং তাঁর মোবাইলও বন্ধ।
পরিবার আরও জানায়, তিনি মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করেন এবং এর আগেও তিনি এই একই রুটে কয়েকবার যাতায়াত করেছেন। হোসেনের বাবা আব্দুল মান্নান মজুমদার বলেন, প্রথমে তাঁর পরিবারের কয়েকজন সদস্য শুক্রবার সকালে শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। সেই সময় তাঁরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু তিনি সেখানে না পৌঁছানোয় এবং পরে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে দেখে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ—কেউই হোসেনের খোঁজ দিতে পারেনি। তাঁরা বিমানবন্দরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকেও এই বিষয়ে জানিয়েছেন। এই বিষয়ে কাছাড়ের উধারবন্দ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, চড় মারা যাত্রীকে কলকাতা বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ইন্ডিগো বলেছে, ‘আমাদের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে মারামারির ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। আমাদের ক্রু সদস্যরা নিয়ম অনুযায়ী কাজ করেছেন। মারামারিতে জড়িত যাত্রীকে আটক করে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে সব দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।’

ফ্লাইটে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে সহযাত্রীর চড় মারার একটি ভিডিও গতকাল ভাইরাল হয়েছিল। ভারতের ইন্ডিগো এয়ারের ফ্লাইটের অসুস্থ এই ব্যক্তি নিখোঁজ বলে অভিযোগ করেছে পরিবার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম হোসেন আহমেদ মজুমদার (৩২)। তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা। মুম্বাইয়ে একটি হোটেলে কাজ করেন।
গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন। ফ্লাইট চলাকালে তিনি হঠাৎ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। সাধারণত, এমন পরিস্থিতি এলে তীব্র ভয়ের কারণে শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়।
ভিডিওতে দেখা যায়, বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী তাঁকে চড় মারেন। তখন ক্রু সদস্যরা ওই ব্যক্তিকে শান্ত থাকার অনুরোধ করেন এবং আরেকজন যাত্রী চড় মারার প্রতিবাদ করেন।
চড় মারা ব্যক্তিকে হাফিজুল রহমান হিসেবে শনাক্ত করা হয়েছে। বিমান কলকাতায় নামার পর তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, যদিও পরে তিনি ছাড়া পেয়ে যান। তবে হোসেন আহমেদ শিলচরে না পৌঁছানোয় তাঁর পরিবারের সদস্যরা চিন্তিত। শুক্রবার সন্ধ্যায় তাঁরা সাংবাদিকদের জানান, তিনি এখনো বাড়ি পৌঁছাননি এবং তাঁর মোবাইলও বন্ধ।
পরিবার আরও জানায়, তিনি মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করেন এবং এর আগেও তিনি এই একই রুটে কয়েকবার যাতায়াত করেছেন। হোসেনের বাবা আব্দুল মান্নান মজুমদার বলেন, প্রথমে তাঁর পরিবারের কয়েকজন সদস্য শুক্রবার সকালে শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। সেই সময় তাঁরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু তিনি সেখানে না পৌঁছানোয় এবং পরে ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে দেখে তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাঁর মোবাইল বন্ধ ছিল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ—কেউই হোসেনের খোঁজ দিতে পারেনি। তাঁরা বিমানবন্দরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকেও এই বিষয়ে জানিয়েছেন। এই বিষয়ে কাছাড়ের উধারবন্দ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
ইন্ডিগো এয়ারলাইনস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, চড় মারা যাত্রীকে কলকাতা বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ইন্ডিগো বলেছে, ‘আমাদের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে মারামারির ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। আমাদের ক্রু সদস্যরা নিয়ম অনুযায়ী কাজ করেছেন। মারামারিতে জড়িত যাত্রীকে আটক করে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে সব দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।’

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৭ ঘণ্টা আগে