সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।
তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।
বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।
তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।
বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে