নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে। আজ রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে তিনি সশরীরে হাজির না হয়ে মোবাইল ফোনে এই বক্তব্য দেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে আওয়ামী লীগ কখনো বাধা দেয়নি। গতকাল শনিবার তারা শান্তিপূর্ণ অবস্থানের নামে বাসে, পুলিশের গাড়িতে আগুন দেয় এবং পুলিশের ওপর আক্রমণ করে। কোনো গণতান্ত্রিক দল এসব করতে পারে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, রাজপথ দখলের যে অপচেষ্টা বিএনপি চালাচ্ছে, তা কখনো সফল হবে না। রাজপথ কীভাবে দখলে রাখতে হয়, তা আওয়ামী লীগ জানে। রাজপথে থেকে জয় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।
তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তিকে রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোনো অপশক্তির কাছে স্বাধীনতার পক্ষের শক্তি মাথা নত করবে না।
মন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নিজেদের মধ্যে দলাদলি থেকে বের হয়ে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে। আজ রোববার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে তিনি সশরীরে হাজির না হয়ে মোবাইল ফোনে এই বক্তব্য দেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে আওয়ামী লীগ কখনো বাধা দেয়নি। গতকাল শনিবার তারা শান্তিপূর্ণ অবস্থানের নামে বাসে, পুলিশের গাড়িতে আগুন দেয় এবং পুলিশের ওপর আক্রমণ করে। কোনো গণতান্ত্রিক দল এসব করতে পারে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, রাজপথ দখলের যে অপচেষ্টা বিএনপি চালাচ্ছে, তা কখনো সফল হবে না। রাজপথ কীভাবে দখলে রাখতে হয়, তা আওয়ামী লীগ জানে। রাজপথে থেকে জয় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।
তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তিকে রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোনো অপশক্তির কাছে স্বাধীনতার পক্ষের শক্তি মাথা নত করবে না।
মন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নিজেদের মধ্যে দলাদলি থেকে বের হয়ে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে