ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

কাঠ ব্যবসায়ী সানোয়ার হোসেন। স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। ধান মাড়াইয়ের যন্ত্র (হারভেস্টর) তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শ্রমিক ছাড়াই খুব সহজে ধান কাটা ও মাড়াই করা যাবে এই যন্ত্রে। সানোয়ার নওগাঁর ধামইরহাটে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার বাসিন্দা।
সানোয়ারের পরিবার জানায়, ১৯৯৪ সালে অর্থের অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারেননি সানোয়ার। লেখাপড়া বাদ দিয়ে বাধ্য হয়ে তিনি বাবার সঙ্গে কাঠের ব্যবসায় জড়িয়ে পড়েন। একদিন শ্রমিকসংকটের কারণে বাবার সঙ্গে মাঠে ধান মাড়াই করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। এমন বিড়ম্বনায় শ্রমিক ছাড়া সহজে ধান কাটা ও মাড়াইয়ের বিষয়টি নিয়ে ভাবেন।
২০১০ সালে জমি বর্গা রেখে ও ধারদেনা করে প্রায় ৭ লাখ টাকা নিয়ে উপজেলার আমায়তাড়া বাজার এলাকায় দোকান ভাড়া নেন। এরপর সেখানে গড়ে তোলেন একটি ওয়ার্কশপ। অর্থের অভাবে খুব একটা লাভের মুখ না দেখলেও সেখানে অনেক কষ্টে কেটে গেছে তাঁর ১০টি বছর। লক্ষ্য ছিল ভালো মেশিন তৈরি করে কৃষকদের মধ্যে বিক্রি করার।
সানোয়ার জানান, প্রথমে ছোট পরিসরে শুরু করেন ধান মাড়ায় যন্ত্র তৈরির কারখানা। প্রথমে পাঁচজন শ্রমিক দিয়ে হারভেস্টর তৈরির কাজ শুরু করেন। একসময় নিজেই এ যন্ত্র তৈরিতে দক্ষ কারিগর হয়ে গড়ে ওঠেন। পরে আর তাঁকে পেছনের তাকাতে হয়নি। এখন তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, এই ওয়ার্কশপে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শ্রমিক নিয়মিত হারভেস্টর তৈরির কাজ করছেন। শ্রমিকদের পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা।
সরেজমিনে দেখা গেছে, আমায়তাড়া বাজারে সাড়ে সাত শতক জমির ওপর ছেলের নামে গড়ে তুলেছেন ‘রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। সেখানে ২০ থেকে ২৫টি ধান মাড়াই মেশিন বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন। এসব মেশিন কিনতে নোয়াখালী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন। প্রকারভেদে একেকটি হারভেস্টরের দাম রাখা হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা।
সানোয়ার বলেন, ‘সরকারের কাছ থেকে প্রণোদনা পেলে এই যন্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব। একদিকে আধুনিক যন্ত্র কৃষিক্ষেত্রে যেমন বিপ্লব ঘটাবে, তেমনি এই শিল্প থেকে সরকারও অর্থনৈতিকভাবে লাভবান হবে।’
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে জানা গেছে, ২৫ থেকে ২৮ জন শ্রমিক দিয়ে একটি ধান মাড়াই মেশিন (হারভেস্টর) তৈরিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় লাগে। এতে লোহার অ্যাংগেল, পাতি, শিট, ডেপিনশিয়াল, ১৩ রিংয়ের দুটি এবং ১০ রিংয়ের একটি চাকা, ৩২ থেকে সর্বোচ্চ ৪০ হর্সের ডিজেলচালিত মেসিন, হুইল এবং হুইল বক্স, ওয়ারিংসহ রঙের প্রয়োজন হয়।
জামালপুরের শেরপুর এলাকার ক্রেতা মোজাফফর হোসেন জানান, এলাকায় শ্রমিক সংকটের কারণে ধান কাটা ও মাড়াইয়ে সমস্যা হয়। এ কারণেই ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি হারভেস্টর কিনেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের বলেন, উপজেলায় রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ ছোট-বড় প্রায় ৪৪টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গড়ে উঠেছে। মন্ত্রণালয় থেকে সারকুলেশন হলে আবেদনের মাধ্যমে তাঁদের তালিকাভুক্ত করা হবে। এসব ওয়ার্কশপ থেকে তৈরি হারভেস্টরের কোয়ালিটি ভালো হওয়ায় উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদের মধ্যে পত্নীতলা উপজেলার ভাই-ভাই এবং এম এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তালিকাভুক্ত রয়েছে বলে তিনি জানান।

কাঠ ব্যবসায়ী সানোয়ার হোসেন। স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। ধান মাড়াইয়ের যন্ত্র (হারভেস্টর) তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শ্রমিক ছাড়াই খুব সহজে ধান কাটা ও মাড়াই করা যাবে এই যন্ত্রে। সানোয়ার নওগাঁর ধামইরহাটে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার বাসিন্দা।
সানোয়ারের পরিবার জানায়, ১৯৯৪ সালে অর্থের অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারেননি সানোয়ার। লেখাপড়া বাদ দিয়ে বাধ্য হয়ে তিনি বাবার সঙ্গে কাঠের ব্যবসায় জড়িয়ে পড়েন। একদিন শ্রমিকসংকটের কারণে বাবার সঙ্গে মাঠে ধান মাড়াই করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। এমন বিড়ম্বনায় শ্রমিক ছাড়া সহজে ধান কাটা ও মাড়াইয়ের বিষয়টি নিয়ে ভাবেন।
২০১০ সালে জমি বর্গা রেখে ও ধারদেনা করে প্রায় ৭ লাখ টাকা নিয়ে উপজেলার আমায়তাড়া বাজার এলাকায় দোকান ভাড়া নেন। এরপর সেখানে গড়ে তোলেন একটি ওয়ার্কশপ। অর্থের অভাবে খুব একটা লাভের মুখ না দেখলেও সেখানে অনেক কষ্টে কেটে গেছে তাঁর ১০টি বছর। লক্ষ্য ছিল ভালো মেশিন তৈরি করে কৃষকদের মধ্যে বিক্রি করার।
সানোয়ার জানান, প্রথমে ছোট পরিসরে শুরু করেন ধান মাড়ায় যন্ত্র তৈরির কারখানা। প্রথমে পাঁচজন শ্রমিক দিয়ে হারভেস্টর তৈরির কাজ শুরু করেন। একসময় নিজেই এ যন্ত্র তৈরিতে দক্ষ কারিগর হয়ে গড়ে ওঠেন। পরে আর তাঁকে পেছনের তাকাতে হয়নি। এখন তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, এই ওয়ার্কশপে প্রতিদিন ১৫ থেকে ২০ জন শ্রমিক নিয়মিত হারভেস্টর তৈরির কাজ করছেন। শ্রমিকদের পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা।
সরেজমিনে দেখা গেছে, আমায়তাড়া বাজারে সাড়ে সাত শতক জমির ওপর ছেলের নামে গড়ে তুলেছেন ‘রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’। সেখানে ২০ থেকে ২৫টি ধান মাড়াই মেশিন বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন। এসব মেশিন কিনতে নোয়াখালী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে ভিড় জমাচ্ছেন। প্রকারভেদে একেকটি হারভেস্টরের দাম রাখা হয়েছে সাড়ে তিন থেকে চার লাখ টাকা।
সানোয়ার বলেন, ‘সরকারের কাছ থেকে প্রণোদনা পেলে এই যন্ত্র বিদেশে রপ্তানি করা সম্ভব। একদিকে আধুনিক যন্ত্র কৃষিক্ষেত্রে যেমন বিপ্লব ঘটাবে, তেমনি এই শিল্প থেকে সরকারও অর্থনৈতিকভাবে লাভবান হবে।’
ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে জানা গেছে, ২৫ থেকে ২৮ জন শ্রমিক দিয়ে একটি ধান মাড়াই মেশিন (হারভেস্টর) তৈরিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় লাগে। এতে লোহার অ্যাংগেল, পাতি, শিট, ডেপিনশিয়াল, ১৩ রিংয়ের দুটি এবং ১০ রিংয়ের একটি চাকা, ৩২ থেকে সর্বোচ্চ ৪০ হর্সের ডিজেলচালিত মেসিন, হুইল এবং হুইল বক্স, ওয়ারিংসহ রঙের প্রয়োজন হয়।
জামালপুরের শেরপুর এলাকার ক্রেতা মোজাফফর হোসেন জানান, এলাকায় শ্রমিক সংকটের কারণে ধান কাটা ও মাড়াইয়ে সমস্যা হয়। এ কারণেই ৩ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি হারভেস্টর কিনেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জোবায়ের বলেন, উপজেলায় রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপসহ ছোট-বড় প্রায় ৪৪টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গড়ে উঠেছে। মন্ত্রণালয় থেকে সারকুলেশন হলে আবেদনের মাধ্যমে তাঁদের তালিকাভুক্ত করা হবে। এসব ওয়ার্কশপ থেকে তৈরি হারভেস্টরের কোয়ালিটি ভালো হওয়ায় উপজেলাসহ দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদের মধ্যে পত্নীতলা উপজেলার ভাই-ভাই এবং এম এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তালিকাভুক্ত রয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে