
গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ওপর ভিসা নীতির প্রয়োগ শুরু করলেও এটি দেশটির প্রধান লক্ষ্য নয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এই প্রসঙ্গে বাংলা প্রবাদ ‘ঝিকে মেরে বউকে শেখানো’ উল্লেখ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ভয় দেখানো, যাতে সরকার নতজানু হয়ে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
গতকাল শনিবার নাটোরের লালপুরে আখচাষি নেতা শহীদ আব্দুস সালামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে রাজনৈতিক জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। সংবিধানের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে। ‘নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুশ্চিন্তায়’ মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। এই ভিসা নীতির প্রয়োগ ‘ঝিকে মেরে বউকে শেখানোর’ শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো-প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রাশেদ খান মেনন।
তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমেরিকা নির্বাচনকে বানচাল করতে ভিসা নীতি আরোপ করেছে। এতে কোনো লাভ হবে না।
গতকাল সন্ধ্যায় লালপুরের গোপালপুর পৌরসভার কড়ইতলা প্রাঙ্গণে উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতি, জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সভাপতি ও নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মতিউর রহমান তপন, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাদল, নাটোর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, আখচাষি নেতা আব্দুস সালাম ১৯৯২ সালের ২২ জুন নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২ নম্বর গেটের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে