চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।
জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।
চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন কৃষক দল নেতা সেলিম রেজা। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তবে বাঁচাতে পারেননি নিজের দলীয় পদ। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত সেলিম রেজা উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক।
জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল সোমবার (২১ এপ্রিল) অটোভ্যানে করে চাটমোহরে বিক্রি করতে নিয়ে আসেন সেলিম রেজা। বিষয়টি জানতে পেরে পৌর সদরের জার্দিস মোড়ে চালসহ তাঁকে আটক করে স্থানীয় লোকজন।
চালগুলো কোথাকার এবং কোথায় যাবে—স্থানীয় বাসিন্দাদের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই কৃষক দল নেতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে রওনা হলে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দ চালের দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন ইউএনও।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়কের পদ থেকে সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া চাল-সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত কি না, তা জানার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে