পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষক ও আওয়াম লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার ইব্রাহিম হোসেন হেলাল (৫৫) নামের ওই ব্যক্তি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, চলতি বছরে পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
ইব্রাহিম হোসেন হেলাল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে এবং কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন।
দাশুড়িয়া ইউপি সদস্য মো. সানাউল্লাহ আজকের পত্রিকাকে জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে ইব্রাহিম হোসেন হেলাল কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। তিন-চার দিন আগে জরুরি কাজ সম্পাদন ও স্ত্রীর চিকিৎসার খরচের টাকা নেওয়ার জন্য ঈশ্বরদীর বাড়িতে আসেন। পুনরায় আজ শুক্রবার ঢাকায় যাওয়ার কথা ছিল তাঁর।
ইউপি সদস্য আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ জ্বরের কারণে তাঁর শরীর বেশি খারাপ হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষা করার পর ডেঙ্গু আক্রান্তের বিষয়টি জানতে পারেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার অনেক পরে খুব খারাপ অবস্থা নিয়ে আমাদের এখানে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
এখনকার জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে