ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:

বরখাস্তের আদেশ প্রত্যাহারের তিন দিন পর অবশেষে আলোচিত সেই টিটিই শফিকুল ইসলাম ট্রেনে নিয়মিত ডিউটি পালনের মধ্য দিয়ে দায়িত্ব ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের টিটিই হিসেবে নিজের ডিউটি শুরু করেন তিনি।
রেল সূত্রে জানা যায়, টিটিই শফিকুল ইসলাম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ডিউটি শুরু করেন। এর আগে বেলা ১১টায় ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন প্ল্যাটফর্মে টিটিই হেডকোয়ার্টারের নিজ কার্যালয়ে উপস্থিত হন। পরে ঈশ্বরদী স্টেশনের সুপারিনটেনডেন্ট তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলে তিনি ট্রেনে টিকিট চেকিংয়ের কাজ শুরু করেন।
গত রোববার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও গত দুই দিনে শফিকুল ইসলাম ট্রেনের টিকিট চেকিংয়ের দায়িত্বে ছিলেন না। আজ মঙ্গলবার কাজে যোগদানের পর অনেক যাত্রী ও পরিচিতরা টিটিইকে চিনতে পেরে তাঁর সঙ্গে করমর্দন করেন।
টিটিই শফিকুল ইসলাম বলেন, ‘ডিউটি পালনের শুরুতেই আমি মাননীয় রেলমন্ত্রী, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম), অন্যান্য রেল কর্মকর্তাসহ সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার কাজে আবার ফিরতে পেরে অনেক খুশি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিন আত্মীয়। ঈশ্বরদীতে তাঁদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গত শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ডিআরএমের নির্দেশে আরও দুই দিন সময় বাড়ানো হয়েছিল।
পরদিন রোববার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই পাকশীর ডিআরএম মো. শাহীদুল ইসলাম তাঁর নিজ দায়িত্ববলে ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আদেশ দেন। একই সঙ্গে ডিআরএম ওই দিন বিকেলে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে কারণ দর্শানো নোটিশ দেন। এর সাত দিনের মধ্যে ডিসিও নাসির উদ্দিনকে জবাব দিতে বলা হয়েছে।
এ সম্পর্কিত পড়ুন:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৪ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৭ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২০ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৩ মিনিট আগে