কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।
এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।
এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৪১ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে