বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে রাতে পুকুর খনন করার সময় ভেকু মেশিনের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ী মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, পুকুর খনন নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে।
ককটেল বিস্ফোরণ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা তৈয়ম হোসেন বলেন, ‘জোয়াড়ী মির্জাপুর গ্রামের নুর ইসলামের পুকুরে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন কাচুটিয়া গ্রামের চাঁদ মাহমুদের ছেলে মোস্তাফা হোসেন (৪০) ও নওদা জোয়াড়ী গ্রামের হাসেম আলী (৩৮)। কয়েক দিন আগে ওই ভেকু মেশিন নষ্ট হয়ে যায়। গতকাল সোমবার রাতে মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে মাটি কেটে বিক্রি শুরুর কিছুক্ষণ পরে বিকট শব্দ হয়। সেখানে দেখি কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ওই সময় কয়েকটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখা গেছে।’
ভেকু মেশিনের চালক হামিদুল ইসলাম বলেন, ‘আমি গাড়ি চালানো অবস্থায় পাশেই বিকট শব্দ হয়। আমি তাকিয়ে দেখি বেশ ধোঁয়া ও আগুন জ্বলছে।’
এ বিষয়ে মোস্তাফা হোসেন বলেন, ‘আমি হাসেম আলীর কাছ থেকে ভেকু মেশিন ভাড়া নিয়ে একটি পুকুর সংস্কার করতে ছিলাম। তাঁর ভেকু নষ্ট হয়ে যাওয়ায় আরেকটি ভেকু এনে কাজ করা অবস্থায় হাসেম আলী ও তাঁর ভাই জিয়া হোসেনসহ কয়েকজন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাক্টরের চাবি নিয়ে যায়। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
হাসেম আলী বলেন, ‘আমি ও মোস্তফা হোসেন পার্টনারে নুর ইসলামের পুকুর সংস্কার করে আসছিলাম। আমার ভেকু মেশিন নষ্ট হওয়ায় এর মেরামতকাজ প্রায় শেষের দিকে। মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে পুকুর কাটা শুরু করেছে। এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ বা চাবি নিয়ে নেওয়ার মতো কোনো কিছুই আমার জানা নাই।’

নাটোরের বড়াইগ্রামে রাতে পুকুর খনন করার সময় ভেকু মেশিনের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ী মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, পুকুর খনন নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে।
ককটেল বিস্ফোরণ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা তৈয়ম হোসেন বলেন, ‘জোয়াড়ী মির্জাপুর গ্রামের নুর ইসলামের পুকুরে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন কাচুটিয়া গ্রামের চাঁদ মাহমুদের ছেলে মোস্তাফা হোসেন (৪০) ও নওদা জোয়াড়ী গ্রামের হাসেম আলী (৩৮)। কয়েক দিন আগে ওই ভেকু মেশিন নষ্ট হয়ে যায়। গতকাল সোমবার রাতে মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে মাটি কেটে বিক্রি শুরুর কিছুক্ষণ পরে বিকট শব্দ হয়। সেখানে দেখি কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ওই সময় কয়েকটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখা গেছে।’
ভেকু মেশিনের চালক হামিদুল ইসলাম বলেন, ‘আমি গাড়ি চালানো অবস্থায় পাশেই বিকট শব্দ হয়। আমি তাকিয়ে দেখি বেশ ধোঁয়া ও আগুন জ্বলছে।’
এ বিষয়ে মোস্তাফা হোসেন বলেন, ‘আমি হাসেম আলীর কাছ থেকে ভেকু মেশিন ভাড়া নিয়ে একটি পুকুর সংস্কার করতে ছিলাম। তাঁর ভেকু নষ্ট হয়ে যাওয়ায় আরেকটি ভেকু এনে কাজ করা অবস্থায় হাসেম আলী ও তাঁর ভাই জিয়া হোসেনসহ কয়েকজন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাক্টরের চাবি নিয়ে যায়। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
হাসেম আলী বলেন, ‘আমি ও মোস্তফা হোসেন পার্টনারে নুর ইসলামের পুকুর সংস্কার করে আসছিলাম। আমার ভেকু মেশিন নষ্ট হওয়ায় এর মেরামতকাজ প্রায় শেষের দিকে। মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে পুকুর কাটা শুরু করেছে। এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ বা চাবি নিয়ে নেওয়ার মতো কোনো কিছুই আমার জানা নাই।’

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
৯ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১৩ মিনিট আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে