নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।
আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’

নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।
আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’
ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১২ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৪ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৪ মিনিট আগে