বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে হত্যা মামলার প্রত্যাশিত রায় না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁদের সন্তানেরা। আদালতের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একটি স্থানীয় পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত দম্পতির সন্তান মোছা. মরিয়ম বেগম, হুসনেয়ারা খাতুন, রহিমা খাতুন ও হুসনেয়ারার স্বামী মো. রেজাউল করিম, হুসনেয়ারার চাচাতো ভাই গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুসনেয়ারা খাতুন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালে আমাদের বাবা-মাকে আমার চাচা নুরু মুন্সি ও তাঁর ছেলেরা প্রকাশ্যে হত্যা করেন। আমি নুরু মুন্সিসহ আটজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করি। নাটোরের অতিরিক্ত দায়রা জজ কামরুন্নাহার সেই মামলায় গত ১৬ মে নুরু মুন্সি ও তাঁর ছেলে শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।’
তিনি বলেন, ‘মামলার অন্য দুই আসামি সুজন আলী ও সুমন হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তা ছাড়া মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়। বিচার চলা অবস্থায় রোকেয়া বেগম মারা যান।’
হুসনেয়ারা খাতুন আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, আসামিরা তেমন সাজা পাননি। অনেক আসামি খালাস পেয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের আশা, উচ্চ আদালত রায় সংশোধন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন।’
হত্যার শিকার দম্পতির ভাতিজা গোলাম মোস্তফা বলেন, ‘আদালতের রায়ের পর থেকে খালাস পাওয়া আসামিরা নানাভাবে আমাদের হুমকি দিচ্ছেন।’

নাটোরের বড়াইগ্রামে হত্যা মামলার প্রত্যাশিত রায় না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁদের সন্তানেরা। আদালতের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার একটি স্থানীয় পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত দম্পতির সন্তান মোছা. মরিয়ম বেগম, হুসনেয়ারা খাতুন, রহিমা খাতুন ও হুসনেয়ারার স্বামী মো. রেজাউল করিম, হুসনেয়ারার চাচাতো ভাই গোলাম মোস্তফা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুসনেয়ারা খাতুন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালে আমাদের বাবা-মাকে আমার চাচা নুরু মুন্সি ও তাঁর ছেলেরা প্রকাশ্যে হত্যা করেন। আমি নুরু মুন্সিসহ আটজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করি। নাটোরের অতিরিক্ত দায়রা জজ কামরুন্নাহার সেই মামলায় গত ১৬ মে নুরু মুন্সি ও তাঁর ছেলে শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।’
তিনি বলেন, ‘মামলার অন্য দুই আসামি সুজন আলী ও সুমন হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তা ছাড়া মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়। বিচার চলা অবস্থায় রোকেয়া বেগম মারা যান।’
হুসনেয়ারা খাতুন আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিন্তু আমরা লক্ষ করলাম, আসামিরা তেমন সাজা পাননি। অনেক আসামি খালাস পেয়েছেন। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের আশা, উচ্চ আদালত রায় সংশোধন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন।’
হত্যার শিকার দম্পতির ভাতিজা গোলাম মোস্তফা বলেন, ‘আদালতের রায়ের পর থেকে খালাস পাওয়া আসামিরা নানাভাবে আমাদের হুমকি দিচ্ছেন।’

একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২৪ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে