নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় উড়ে গেছে বাড়ির দরজা ও জানালা। ফাটল ধরছে ঘরের দেয়ালে।
আজ রোববার দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার শাহনাজ বেগমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন আল আমিন (২৫) ও খুশী বেগম (২০)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শাহনাজ বেগমের বাড়ির সকল জানালার কাচ ভেঙে যায়। দরজা-জানালা উড়ে পাশের আরেকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে। দ্রুত ছুটে গিয়ে দেখা যায়, আল আমিন ও খুশী দগ্ধ হয়ে কাতরাচ্ছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, জানতে পেরেছি, আল আমিন একটি কারখানায় কাজ করতেন। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় খাবার খেতে আসেন। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসপাইপের লিকেজ থেকে গ্যাস সারা ঘরে ছড়িয়ে যায়। কোনো কারণে চুলা ধরাতে গেলে তখন সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। দুজনের মুখ, বুক ও নিচের অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকজন অল্প আহত হয়েছে। তাঁরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের কারণ তদন্ত করে জানানো হবে।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাড়িতে বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় উড়ে গেছে বাড়ির দরজা ও জানালা। ফাটল ধরছে ঘরের দেয়ালে।
আজ রোববার দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার শাহনাজ বেগমের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন আল আমিন (২৫) ও খুশী বেগম (২০)। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। শাহনাজ বেগমের বাড়ির সকল জানালার কাচ ভেঙে যায়। দরজা-জানালা উড়ে পাশের আরেকটি বাড়িও ক্ষতিগ্রস্ত করে। দ্রুত ছুটে গিয়ে দেখা যায়, আল আমিন ও খুশী দগ্ধ হয়ে কাতরাচ্ছেন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় দোকানি সোহাগ বলেন, জানতে পেরেছি, আল আমিন একটি কারখানায় কাজ করতেন। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় খাবার খেতে আসেন। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসপাইপের লিকেজ থেকে গ্যাস সারা ঘরে ছড়িয়ে যায়। কোনো কারণে চুলা ধরাতে গেলে তখন সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। দুজনের মুখ, বুক ও নিচের অংশ দগ্ধ হয়েছে। বিস্ফোরণে আরও কয়েকজন অল্প আহত হয়েছে। তাঁরা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি ও বিস্ফোরণের কারণ তদন্ত করে জানানো হবে।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৪ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২৩ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে