নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা।
আজ সোমবার দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে প্রায় শতাধিক কৃষকের অংশগ্রহণে এই মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—কাকরকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল ওহাব, বিশগিরীপাড়া গ্রামের জিয়াউর রহমান, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ, তন্তর গ্রামের আব্দুল মোতালেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার সাধারণ কৃষকদের জন্য অনেক কাজ করেছেন। কৃষকদের যে কোনো প্রয়োজনে তাঁরা তাকে পাশে পেয়েছেন। কিন্তু সম্প্রতি ভেজাল ও নকল কীটনাশক বিরোধী অভিযান পরিচালনার পর তাঁকে হুমকি দেওয়া হয়। আর হুমকির ২৪ ঘণ্টা পার না হতেই তাঁর নামে বদলির নোটিশ চলে আসে। যা নালিতাবাড়ীর কৃষকদের জন্যও ক্ষতির।
বক্তারা আরও বলেন, সারা দেশে সার সংকট ও সারের বাড়তি দাম থাকলেও কৃষি অফিসারের তদারকিতে তাদের কখনো এই ভোগান্তি পোহাতে হয়নি। আর তাদের জন্য কাজ করতে গিয়েই কর্মকর্তাকে বদলি হতে হলো। তাই নালিতাবাড়ীর কৃষি ও কৃষকের উন্নয়নের স্বার্থে তাঁরা কৃষি অফিসার আলমগীর কবীরের স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবি জানান।
হুমকি ও বদলির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের স্বার্থে অভিযোগের প্রেক্ষিতেই অভিযান করেছিলাম। তবে অভিযানের পর বিভিন্ন মহল থেকেই চাপ সৃষ্টি করা হয় এবং আমাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যেহেতু সরকারি চাকরি করি, আমাদের বদলি হওয়া স্বাভাবিক। ডিপার্টমেন্টের যেকোনো সিদ্ধান্তও মেনে নেব।’
উল্লেখ্য গত ২৯ মার্চ ভেজাল বিরোধী অভিযানে শহরের সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে রাজিব এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘মাইক্রোভিট’ নামে অনুমোদনহীন ৬ কার্টুন কীটনাশক জব্দ করে উপজেলা ও জেলার কৃষি কর্মকর্তারা। পরে গত ৩ এপ্রিল এ নিয়ে মামলার প্রস্তুতি নিলে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলির হুমকি দেওয়া হয়। এ কে হুমকির ২৪ ঘণ্টা না পেরোতেই পরদিন ৪ এপ্রিল সকালে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক নোটিশে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় এবং রাঙামাটি উপজেলার বরকল উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কৃষকেরা।
আজ সোমবার দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে প্রায় শতাধিক কৃষকের অংশগ্রহণে এই মানববন্ধন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কৃষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—কাকরকান্দি ইউনিয়নের কৃষক আব্দুল ওহাব, বিশগিরীপাড়া গ্রামের জিয়াউর রহমান, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ, তন্তর গ্রামের আব্দুল মোতালেব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলার সাধারণ কৃষকদের জন্য অনেক কাজ করেছেন। কৃষকদের যে কোনো প্রয়োজনে তাঁরা তাকে পাশে পেয়েছেন। কিন্তু সম্প্রতি ভেজাল ও নকল কীটনাশক বিরোধী অভিযান পরিচালনার পর তাঁকে হুমকি দেওয়া হয়। আর হুমকির ২৪ ঘণ্টা পার না হতেই তাঁর নামে বদলির নোটিশ চলে আসে। যা নালিতাবাড়ীর কৃষকদের জন্যও ক্ষতির।
বক্তারা আরও বলেন, সারা দেশে সার সংকট ও সারের বাড়তি দাম থাকলেও কৃষি অফিসারের তদারকিতে তাদের কখনো এই ভোগান্তি পোহাতে হয়নি। আর তাদের জন্য কাজ করতে গিয়েই কর্মকর্তাকে বদলি হতে হলো। তাই নালিতাবাড়ীর কৃষি ও কৃষকের উন্নয়নের স্বার্থে তাঁরা কৃষি অফিসার আলমগীর কবীরের স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবি জানান।
হুমকি ও বদলির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের স্বার্থে অভিযোগের প্রেক্ষিতেই অভিযান করেছিলাম। তবে অভিযানের পর বিভিন্ন মহল থেকেই চাপ সৃষ্টি করা হয় এবং আমাকে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যেহেতু সরকারি চাকরি করি, আমাদের বদলি হওয়া স্বাভাবিক। ডিপার্টমেন্টের যেকোনো সিদ্ধান্তও মেনে নেব।’
উল্লেখ্য গত ২৯ মার্চ ভেজাল বিরোধী অভিযানে শহরের সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে রাজিব এগ্রো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘মাইক্রোভিট’ নামে অনুমোদনহীন ৬ কার্টুন কীটনাশক জব্দ করে উপজেলা ও জেলার কৃষি কর্মকর্তারা। পরে গত ৩ এপ্রিল এ নিয়ে মামলার প্রস্তুতি নিলে উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলির হুমকি দেওয়া হয়। এ কে হুমকির ২৪ ঘণ্টা না পেরোতেই পরদিন ৪ এপ্রিল সকালে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম স্বাক্ষরিত এক নোটিশে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয় এবং রাঙামাটি উপজেলার বরকল উপজেলায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে