মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা ফেলুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার মৃত জিরেন উদ্দিনের ছেলে। সে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রাকিব পৌরসভার গাবেরগ্রাম এলাকার লাভলুর ছেলে।
নিহত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নিহত নুর হোসেনের বড় বোনের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ে উপলক্ষে চাচাতো বোনকে দাওয়াত দিতে তার বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চরশুভগাছা যায় সে। দাওয়াত দেওয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ফেলুরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি নুর হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। অন্যদিকে গুরুতর আহত হয় রাকিব।
আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহিন্দ্রা ট্রাক্টর ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিজুড়ী পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাহিন্দ্রা ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার নুর হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুরের মাদারগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চরশুভগাছা ফেলুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর হোসেন ওই ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার মৃত জিরেন উদ্দিনের ছেলে। সে মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত রাকিব পৌরসভার গাবেরগ্রাম এলাকার লাভলুর ছেলে।
নিহত ব্যক্তির পরিবারসূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নিহত নুর হোসেনের বড় বোনের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ে উপলক্ষে চাচাতো বোনকে দাওয়াত দিতে তার বন্ধু রাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে চরশুভগাছা যায় সে। দাওয়াত দেওয়া সম্পন্ন করে বাড়ি ফেরার পথে ফেলুরমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি নুর হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নুর হোসেন। অন্যদিকে গুরুতর আহত হয় রাকিব।
আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহিন্দ্রা ট্রাক্টর ও ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিজুড়ী পরিষদের ইউনিয়নের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মাহিন্দ্রা ট্রাক্টর ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার নুর হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেছেন। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে