ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকেরা। আজ শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
শ্রমিকেরা জানান, উপজেলার হবিরবাড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন ওই ফ্যাক্টরিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন ও ওভারটাইমের টাকা নিয়ে টালবাহানা শুরু করলে মিলগেটে বিক্ষোভ করেন তাঁরা। পরে কয়েক দফায় তাঁদের দাবি পূরণ করা হয়। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া রেখে ছুটি ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আজ সকালে তাঁরা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তাঁরা বাধ্য হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
মিল ম্যানেজার মোহাম্মদ ইমন বলেন, কাজ না থাকায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকদের বলা হয়েছিল আগামী ১০ নভেম্বরের মধ্যে গত অক্টোবর মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু আজ সকালে শ্রমিকেরা ফ্যাক্টরিতে এসে আবারও তাঁরা বেতন ও ওভারটাইমের টাকা দাবি করেন। এ বিষয়ে পরে তাঁদের জানানো হবে বললে, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে, কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকেরা। আজ শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবির বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
শ্রমিকেরা জানান, উপজেলার হবিরবাড়ী এতিমখানা মাদ্রাসা সংলগ্ন ওই ফ্যাক্টরিতে প্রায় ৩৫০ জন শ্রমিক কাজ করেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন ও ওভারটাইমের টাকা নিয়ে টালবাহানা শুরু করলে মিলগেটে বিক্ষোভ করেন তাঁরা। পরে কয়েক দফায় তাঁদের দাবি পূরণ করা হয়। এখন কাজ না থাকার অজুহাত দেখিয়ে বিনা নোটিশে ছাঁটাইসহ বেতন বোনাসের টাকা বকেয়া রেখে ছুটি ঘোষণা করে মিল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার কারখানা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আজ সকালে তাঁরা কাজে যোগদান করতে গিয়ে দেখেন, কারখানার মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। পরে তাঁরা বাধ্য হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
মিল ম্যানেজার মোহাম্মদ ইমন বলেন, কাজ না থাকায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়। এ সময় শ্রমিকদের বলা হয়েছিল আগামী ১০ নভেম্বরের মধ্যে গত অক্টোবর মাসের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে। কিন্তু আজ সকালে শ্রমিকেরা ফ্যাক্টরিতে এসে আবারও তাঁরা বেতন ও ওভারটাইমের টাকা দাবি করেন। এ বিষয়ে পরে তাঁদের জানানো হবে বললে, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, এক্সিকিউটিভ এয়াটার লিমিটেডের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিলে, কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হলে অবরোধ তুলে নেওয়া হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বুধবার (১৪ জানুয়ারি) এ শোকজ করেন চট্টগ্রাম-১৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ।
২ মিনিট আগে
ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে