ময়মনসিংহ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ২০০ টাকা কমে ৫৫০ টাকা ও ডিম প্রতি ডজনে ১২ থেকে ১৩ টাকা কমে ১০০ টাকায় বিক্রি করছে তারা।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হয় এসব পণ্য। প্রথম দিনেই মাংস কিনতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজকদের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পার হলেও শেষ পর্যন্ত কম দামে মাংস কিনতে পেরে খুশি মনে বাসায় ফিরতে দেখা গেছে সাধারণ মানুষকে।
মইনুল হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘জিনিসপত্রের যে দাম বাড়ছে, এই সময় মাংস তেমন কেনাই যায় না। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ব্যানার টানিয়ে ২০০ টাকা কমে গরুর মাংস বিক্রি করতেছে, ডিমও দোকানের চেয়ে কম দাম; সে জন্য লাইনে দাঁড়িয়ে কিনে নিলাম। এই উদ্যোগটা খুবই ভালো।’
আয়োজকেরা জানান, চাহিদার ওপর ভিত্তি করে রমজান মাসজুড়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার—এই দুই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হবে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আরিফুল হক মৃদুল বলেন, ‘আমরা জেলা প্রশাসনের নিজস্ব তহবিল পক্ষ থেকে কিছু ভর্তুকি দিচ্ছি। পাশাপাশি কিছু দানশীল ব্যক্তি আমাদের সহযোগিতা করছেন। যদি টাকার পর্যাপ্ত সংস্থান থাকে তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ কার্যক্রম চলমান রাখব।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, ‘এই পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রাণিজ প্রোটিন সরবরাহ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে। সেই নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগী হয়ে এই কার্যক্রম শুরু করেছি।’

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ময়মনসিংহে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বাজারের তুলনায় গরুর মাংস কেজিতে ২০০ টাকা কমে ৫৫০ টাকা ও ডিম প্রতি ডজনে ১২ থেকে ১৩ টাকা কমে ১০০ টাকায় বিক্রি করছে তারা।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হয় এসব পণ্য। প্রথম দিনেই মাংস কিনতে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে হিমশিম খেতে হয় আয়োজকদের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় পার হলেও শেষ পর্যন্ত কম দামে মাংস কিনতে পেরে খুশি মনে বাসায় ফিরতে দেখা গেছে সাধারণ মানুষকে।
মইনুল হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘জিনিসপত্রের যে দাম বাড়ছে, এই সময় মাংস তেমন কেনাই যায় না। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম ব্যানার টানিয়ে ২০০ টাকা কমে গরুর মাংস বিক্রি করতেছে, ডিমও দোকানের চেয়ে কম দাম; সে জন্য লাইনে দাঁড়িয়ে কিনে নিলাম। এই উদ্যোগটা খুবই ভালো।’
আয়োজকেরা জানান, চাহিদার ওপর ভিত্তি করে রমজান মাসজুড়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার—এই দুই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্রি করা হবে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ও ডিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আরিফুল হক মৃদুল বলেন, ‘আমরা জেলা প্রশাসনের নিজস্ব তহবিল পক্ষ থেকে কিছু ভর্তুকি দিচ্ছি। পাশাপাশি কিছু দানশীল ব্যক্তি আমাদের সহযোগিতা করছেন। যদি টাকার পর্যাপ্ত সংস্থান থাকে তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ কার্যক্রম চলমান রাখব।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, ‘এই পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রাণিজ প্রোটিন সরবরাহ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা আছে। সেই নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ উদ্যোগী হয়ে এই কার্যক্রম শুরু করেছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৭ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৭ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৩ মিনিট আগে