নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদর্শন করেছেন এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারীরাই নিজেদের ফেসবুক আইডিতে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি প্রকাশ করে।
অস্ত্রধারী তরুণের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আনন্দবাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দলের লোকজন সেখানে জড়ো হয়। গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ‘নৌকা, নৌকা; তানভীর ভাই, তানভীর ভাই’ স্লোগান দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়স থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। মাস ছয়েক আগে পারিবারিক একটি কলহের ঘটনায়ও তিনি অস্ত্র প্রদর্শন করেন। কিন্তু এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে ওয়াহিদুজ্জামান তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। সে দলের কোনো পদে নেই। আর নৌকার পক্ষে মিছিল করছে কি না, তা আমার জানা নেই।’
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযানে আছি। বিস্তারিত পরে জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘ঘটনা জেনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।’

ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিলে আগ্নেয়াস্ত্র (পিস্তল) প্রদর্শন করেছেন এক যুবক। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারীরাই নিজেদের ফেসবুক আইডিতে অস্ত্র প্রদর্শনের ভিডিওটি প্রকাশ করে।
অস্ত্রধারী তরুণের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।
এলাকাবাসী জানিয়েছে, চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আনন্দবাজারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্বাচনী ক্যাম্প রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় দলের লোকজন সেখানে জড়ো হয়। গতকাল বুধবার সন্ধ্যায় ওয়াহিদুজ্জামান তানভীরের নেতৃত্বে একটি মিছিল হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ‘নৌকা, নৌকা; তানভীর ভাই, তানভীর ভাই’ স্লোগান দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ওয়াহিদুজ্জামান তানভীর অল্প বয়স থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে চলাফেরা করেন। আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। মাস ছয়েক আগে পারিবারিক একটি কলহের ঘটনায়ও তিনি অস্ত্র প্রদর্শন করেন। কিন্তু এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে ওয়াহিদুজ্জামান তানভীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটিকে আমি একদিন এক মিটিংয়ে দেখেছি। সে দলের কোনো পদে নেই। আর নৌকার পক্ষে মিছিল করছে কি না, তা আমার জানা নেই।’
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো অভিযানে আছি। বিস্তারিত পরে জানাব।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘ঘটনা জেনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে