ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন বলেছেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর হত্যাযজ্ঞ চালিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মাহমুদ হাসান সুমন বলেন, ‘স্বাধীনতার বায়ান্ন বছরেও যা উন্নয়ন হয়নি, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘সেই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। শুধু তা-ই নয়, ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গি বাহিনীকে দিয়ে তারেক রহমান একটি হত্যাযজ্ঞ চালিয়েছে। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করা।’
মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে কোমলমতি শিক্ষার্থীদের ষড়যন্ত্র করে রাস্তায় নামিয়ে এনেছে। শিক্ষার্থীদের দাবি আমাদের সরকার মেনে নিয়েছে, আমাদের বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসবে। পরিশেষে তিনি দলীয় নেতা-কর্মীদের স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত শিবিরের অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।
দেশব্যাপী বিএনপি-জামায়াত-শিবিরের হত্যা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে ঈশ্বরগঞ্জ পৌর স্মৃতিসৌধ চত্বরের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন এতে সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মুনসুর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল প্রমুখ।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন বলেছেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর হত্যাযজ্ঞ চালিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মাহমুদ হাসান সুমন বলেন, ‘স্বাধীনতার বায়ান্ন বছরেও যা উন্নয়ন হয়নি, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘সেই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। শুধু তা-ই নয়, ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গি বাহিনীকে দিয়ে তারেক রহমান একটি হত্যাযজ্ঞ চালিয়েছে। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করা।’
মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে কোমলমতি শিক্ষার্থীদের ষড়যন্ত্র করে রাস্তায় নামিয়ে এনেছে। শিক্ষার্থীদের দাবি আমাদের সরকার মেনে নিয়েছে, আমাদের বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসবে। পরিশেষে তিনি দলীয় নেতা-কর্মীদের স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত শিবিরের অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।
দেশব্যাপী বিএনপি-জামায়াত-শিবিরের হত্যা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে ঈশ্বরগঞ্জ পৌর স্মৃতিসৌধ চত্বরের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন এতে সঞ্চালনা করেন।
এ সময় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মুনসুর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে