
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলে ময়নাল হোসেনের থাপ্পড়ে ইজিবাইক চালক মো. সোহেল মিয়া মারা গেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে রোববার রাতে থানা মামলা করেছেন।
মামলার পর পুলিশ রাতেই সাইফুল ইসলাম মনি (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে আজ ঈশ্বরগঞ্জে সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকেরা। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার সকালে সোহেল মিয়া ইজিবাইক নিয়ে রাস্তায় বের হয়। পথিমধ্যে শরীরের সঙ্গে ইজিবাইকের ঘষা লাগায় উপজেলার সরিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন (২০) ইজিবাইক চালক মো. সোহেল মিয়াকে (১৮) থাপ্পড় দেয়।
এতে সে গাড়িতে পড়ে যায়। তখন ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন বলে সোহেল কান্না শুরু করেন। তবুও মন গলেনি ময়নাল হোসেনের। এলোপাতাড়ি থাপ্পড়ের একপর্যায়ে সোহেল জ্ঞান হারায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে