গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

প্রতি মৌসুমেই জমে ওঠে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর মরিচের বাজার। বিভিন্ন গ্রাম থেকে চাষিরা মরিচ নিয়ে আসেন এই বাজারে। এক সময় মরিচ বিক্রির প্রধান কেন্দ্র ছিল দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। কিন্তু বিদ্যালয়ে প্রাচীর দেওয়ার কারণে মাঠে আর বসতে পারে না বাজার। এ বাজারের সাপ্তাহিক হাট বৃহস্পতি ও রোববার। কিন্তু মরিচের মৌসুম হওয়ায় প্রতিদিনই মূল বাজার থাকা সত্ত্বেও রাস্তার ওপর বসছে হাট। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা বলেন, প্রতিদিন দেবীপুর বাজারে মরিচের হাট বসে। বাজারে নির্দিষ্ট বসার জায়গা থাকা সত্ত্বেও তারা রাস্তার ওপরেই বেচা-বিক্রি করে। চরম ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচল করা মানুষদের। যানবাহনে আতঙ্কের মধ্যে চলতে হয়। কখন কোনো দুর্ঘটনা ঘটে এ নিয়ে আতঙ্কিত থাকে মানুষ। শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীদের বলেও কোনো কাজ হয় না। রাস্তার ওপর হাট বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
হাড়ভাঙ্গা গ্রামের হাসেম আলী বলেন, ‘দেবীপুরে মরিচের বাজার অত্যন্ত জনপ্রিয়। কিন্তু রাস্তায় হাট বসানোর কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষদের। দেবীপুর বাজার কর্তৃপক্ষ যদি এটা সমাধান না করে তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কারণ দেবীপুর বামন্দী একটি ব্যস্ততম সড়ক। তাই রাস্তার ওপর বাজার বসানো বন্ধ করে জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা লিটন আহমেদ বলেন, ‘মরিচের বাজারটি রাস্তা সংলগ্ন হওয়ার কারণে রাস্তার ওপরে লোকজন চলে আসে। অনেক সময় যানজটেরও সৃষ্টি হয়। এতে ট্রাক-ভ্যান অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়ে ভোগান্তি পড়তে হয়।’
দেবীপুর হাট ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, আমরা নির্দিষ্ট বাজারেই মরিচ ক্রয় করি। কিন্তু কিছু ব্যবসায়ী আছে রাস্তার ওপর চলে যায়। আমরা আশ্বস্ত করছি রাস্তার ওপর হাট বসতে দেওয়া হবে না।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসব এবং তাদের নির্দেশনা দেব যাতে রাস্তার ওপর হাট বসিয়ে কেউ যানজট সৃষ্টি না করে। তা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীদেরও আমরা বিষয়টি জন্য জানাব এসব দেখভালের জন্য।

প্রতি মৌসুমেই জমে ওঠে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর মরিচের বাজার। বিভিন্ন গ্রাম থেকে চাষিরা মরিচ নিয়ে আসেন এই বাজারে। এক সময় মরিচ বিক্রির প্রধান কেন্দ্র ছিল দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। কিন্তু বিদ্যালয়ে প্রাচীর দেওয়ার কারণে মাঠে আর বসতে পারে না বাজার। এ বাজারের সাপ্তাহিক হাট বৃহস্পতি ও রোববার। কিন্তু মরিচের মৌসুম হওয়ায় প্রতিদিনই মূল বাজার থাকা সত্ত্বেও রাস্তার ওপর বসছে হাট। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা বলেন, প্রতিদিন দেবীপুর বাজারে মরিচের হাট বসে। বাজারে নির্দিষ্ট বসার জায়গা থাকা সত্ত্বেও তারা রাস্তার ওপরেই বেচা-বিক্রি করে। চরম ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচল করা মানুষদের। যানবাহনে আতঙ্কের মধ্যে চলতে হয়। কখন কোনো দুর্ঘটনা ঘটে এ নিয়ে আতঙ্কিত থাকে মানুষ। শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীদের বলেও কোনো কাজ হয় না। রাস্তার ওপর হাট বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
হাড়ভাঙ্গা গ্রামের হাসেম আলী বলেন, ‘দেবীপুরে মরিচের বাজার অত্যন্ত জনপ্রিয়। কিন্তু রাস্তায় হাট বসানোর কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষদের। দেবীপুর বাজার কর্তৃপক্ষ যদি এটা সমাধান না করে তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কারণ দেবীপুর বামন্দী একটি ব্যস্ততম সড়ক। তাই রাস্তার ওপর বাজার বসানো বন্ধ করে জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা লিটন আহমেদ বলেন, ‘মরিচের বাজারটি রাস্তা সংলগ্ন হওয়ার কারণে রাস্তার ওপরে লোকজন চলে আসে। অনেক সময় যানজটেরও সৃষ্টি হয়। এতে ট্রাক-ভ্যান অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়ে ভোগান্তি পড়তে হয়।’
দেবীপুর হাট ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, আমরা নির্দিষ্ট বাজারেই মরিচ ক্রয় করি। কিন্তু কিছু ব্যবসায়ী আছে রাস্তার ওপর চলে যায়। আমরা আশ্বস্ত করছি রাস্তার ওপর হাট বসতে দেওয়া হবে না।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসব এবং তাদের নির্দেশনা দেব যাতে রাস্তার ওপর হাট বসিয়ে কেউ যানজট সৃষ্টি না করে। তা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীদেরও আমরা বিষয়টি জন্য জানাব এসব দেখভালের জন্য।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে