মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মায়ের মৃত্যুর পাঁচ দিন পর অ্যাকাউন্টে আসতে শুরু করে পেনশনের টাকা। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসের টাকাসহ বৈশাখ ভাতা ও দুই ঈদের বোনাস জমা হয়। কিন্তু মায়ের মৃত্যুর পর সেই টাকা না তুলে সরকারি কোষাগারে জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্তানেরা।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সেনালী ব্যাংক শাখার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের বলর্দি গ্রামের আব্দুল মজিদ মুনশী ছিলেন খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০০৮ সালে মারা যান তিনি। পরে তাঁর স্ত্রী সুফিয়া বেগম পেনশনের টাকা পেতেন। গত ১ বছর আগে সুফিয়া বেগমও মারা যান। সবশেষ ৭ মাসের পেনশন ও বৈশাখী ভাতার ৭৬ হাজার ৭০০ তাঁর অ্যাকাউন্টে চলে আসে। পরে তাঁর বড় ছেলে এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডেপুটি ম্যানেজার মুনশী সোহাগ আজ সোমবার দুপুরে সরকারি কোষাগারে সেই টাকা জমা দেন।
মুনশী সোহাগ বলেন, ‘আব্বা মারা যাওয়ার পর পেনশনের সব টাকা তুলে ফেলতে চেয়েছিলাম। আব্বার বেশ কয়েকজন কলিগ নিষেধ করলেন এটা করতে। শেষ পর্যন্ত পেনশন থাকল মার নামে। ২০২২ সালের জানুয়ারি মাসের পেনশনের টাকা আসেনি, কারণ লাইভ ভেরিফিকেশন হয়নি তখনো। আমার স্ত্রী মালিহা আর মা মিলে উপজেলা অফিস থেকে লাইভ ভেরিফিকেশন করে আসল, চালু হয়ে গেল পেনশন। পেনশনের লাইভ ভেরিভিকেশন করে তাঁর দিন পাঁচেকের মাথায় মা চলে গেলেন না ফেরার দেশে।’
মুনশী সোহাগ বলেন, ‘মা চলে যাওয়ার পর মার মৃত্যু সনদ উঠিয়ে পেনশন অফিসে জমা দিতে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে অ্যাকাউন্টে পেনশনের টাকা আসতেই আছে, যখনই পেনশনের টাকা আসার মেসেজ আসে মার হাসিমাখা মুখটা মনে পড়ে। এভাবে ২২ মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসের টাকা, সঙ্গে বৈশাখ ভাতা, দুই ঈদের বোনাস, সব মিলিয়ে ৭৬ হাজার ৭০০ টাকা মার মৃত্যুর পর অতিরিক্ত জমা হয়েছিল। অবশেষে ঠিক মা চলে যার দিনটিতেই ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ করে অতিরিক্ত জমা হওয়া টাকটা সরকারি কোষাগারে জমা করলাম ছোট ভাই রফিকুলকে দিয়ে।’
এ নিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘মা মারা যাওয়ার পরে যে টাকা অ্যাকাউন্ট এসেছে, সরকারি কোষাগারে সে টাকা ফেরত দিয়েছেন। এটা অনুকরণীয়।’

মায়ের মৃত্যুর পাঁচ দিন পর অ্যাকাউন্টে আসতে শুরু করে পেনশনের টাকা। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসের টাকাসহ বৈশাখ ভাতা ও দুই ঈদের বোনাস জমা হয়। কিন্তু মায়ের মৃত্যুর পর সেই টাকা না তুলে সরকারি কোষাগারে জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সন্তানেরা।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সেনালী ব্যাংক শাখার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চালা ইউনিয়নের বলর্দি গ্রামের আব্দুল মজিদ মুনশী ছিলেন খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০০৮ সালে মারা যান তিনি। পরে তাঁর স্ত্রী সুফিয়া বেগম পেনশনের টাকা পেতেন। গত ১ বছর আগে সুফিয়া বেগমও মারা যান। সবশেষ ৭ মাসের পেনশন ও বৈশাখী ভাতার ৭৬ হাজার ৭০০ তাঁর অ্যাকাউন্টে চলে আসে। পরে তাঁর বড় ছেলে এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডেপুটি ম্যানেজার মুনশী সোহাগ আজ সোমবার দুপুরে সরকারি কোষাগারে সেই টাকা জমা দেন।
মুনশী সোহাগ বলেন, ‘আব্বা মারা যাওয়ার পর পেনশনের সব টাকা তুলে ফেলতে চেয়েছিলাম। আব্বার বেশ কয়েকজন কলিগ নিষেধ করলেন এটা করতে। শেষ পর্যন্ত পেনশন থাকল মার নামে। ২০২২ সালের জানুয়ারি মাসের পেনশনের টাকা আসেনি, কারণ লাইভ ভেরিফিকেশন হয়নি তখনো। আমার স্ত্রী মালিহা আর মা মিলে উপজেলা অফিস থেকে লাইভ ভেরিফিকেশন করে আসল, চালু হয়ে গেল পেনশন। পেনশনের লাইভ ভেরিভিকেশন করে তাঁর দিন পাঁচেকের মাথায় মা চলে গেলেন না ফেরার দেশে।’
মুনশী সোহাগ বলেন, ‘মা চলে যাওয়ার পর মার মৃত্যু সনদ উঠিয়ে পেনশন অফিসে জমা দিতে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে অ্যাকাউন্টে পেনশনের টাকা আসতেই আছে, যখনই পেনশনের টাকা আসার মেসেজ আসে মার হাসিমাখা মুখটা মনে পড়ে। এভাবে ২২ মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসের টাকা, সঙ্গে বৈশাখ ভাতা, দুই ঈদের বোনাস, সব মিলিয়ে ৭৬ হাজার ৭০০ টাকা মার মৃত্যুর পর অতিরিক্ত জমা হয়েছিল। অবশেষে ঠিক মা চলে যার দিনটিতেই ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ করে অতিরিক্ত জমা হওয়া টাকটা সরকারি কোষাগারে জমা করলাম ছোট ভাই রফিকুলকে দিয়ে।’
এ নিয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘মা মারা যাওয়ার পরে যে টাকা অ্যাকাউন্ট এসেছে, সরকারি কোষাগারে সে টাকা ফেরত দিয়েছেন। এটা অনুকরণীয়।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩১ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩২ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে