হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে চাষের পাঙাশের চেয়ে নদীর পাঙাশের চাহিদা ব্যাপক। স্বাদের তারতম্যের কারণে নদীর পাঙাশের চাহিদা ও দাম দুটোই বেশি। সম্প্রতি উপজেলায় বড় আকারের পাঙাশ মাছ হরহামেশাই পাওয়া যায় আড়ত ও হাট-বাজারে। এসব পাঙাশ নদীর বলে বিক্রি করেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, পুকুরে চাষ করা পাঙাশ পদ্মার বলে চালিয়ে দিচ্ছেন। পাঙাশগুলো জেলার শিবালয়, দৌলতপুর, রাজবাড়ী জেলার দৌলতদিয়া, ফরিদপুর জেলার পুকুরে চাষ করা। ক্রেতাদের মিথ্যা বলে ঠকাচ্ছেন জেলে ও মৌসুমি ব্যবসায়ীরা।
গতকাল সোমবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর অস্থায়ী আড়ত (ইলিশের বাজার) এবং সকালে আন্ধারমানিক আড়তে দেখা যায়, বিভিন্ন ধরনের মাছের সঙ্গে ৮-১৫ কেজি ওজনের বড় বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে নিলামে। এ ছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেশি হওয়া আর ক্রেতা কম থাকায় বড় আকারের পাঙাশ কেটে ভাগ করে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা দরে কিনে নিচ্ছেন ক্রেতারা।
স্থানীয় বাসিন্দা মো. আজিম মিয়া বলেন, পদ্মা নদীর পাঙাশে শরীরের রং হয় হালকা লালচে ও সাদা, চোখ সাদা, লেজে হালকা শ্যাওলাভাব হয়। এমনকি জালের ফাঁদে আটকা পড়লে পাঙাশের পেছনের অংশে বিভিন্ন ক্ষতও হতে পারে। কোনটা পদ্মা নদীর আর কোনটা চাষ করা, সেটা জেলেরাই ভালো জানেন। সারা বছর হঠাৎ দু-চারটা পাঙাশ আড়তে, হাট-বাজারে পাওয়া যেত, আর এখন হঠাৎ করে শত শত পাঙাশ এল কোথা থেকে?
বাহাদুরপুর গ্রামের আজিজ মিয়া বলেন, ‘১১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ কেনা হয়েছে ১৩ হাজার ৪০০ টাকা দিয়ে। কেনার পর সন্দেহ হয়, এটা পদ্মা নদীর পাঙাশ কিনা! পদ্মা নদী থেকে পাঙাশ কারেন্ট জালে ধরা পড়ে। আর কারেন্ট জালে আটকা পড়ার পর পাঙাশটি ছোটাছুটি করবে, ছোটাছুটি করার পর পাঙাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বা জখম থাকার কথা। কিন্তু পাঙাশগুলো ক্ষতহীন আর চকচকে দেখে আমার সন্দেহ হয়।’
গোপিনাথপুর গ্রামের রজ্জব আলী জানান, পদ্মা নদীর পাঙাশে শরীরের রং হওয়ার কথা হালকা লালচে আর সাদা সাদা। লেজে হালকা শেওলাভাব দেখা যাওয়ার কথা। চোখ সাদা হওয়ার কথা। এ ছাড়া পদ্মার পাঙাশ হলে কাটার পর হলদে রং হবে। এগুলো কিছুই দেখি না বাজারে বিক্রি হওয়া পাঙাশগুলোতে।
গত রোববার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর অস্থায়ী মাছের আড়তে (ইলিশের হাট) বেশ কয়েকজন ক্রেতার তোপের মুখে পড়েন কয়েকজন পাঙাশ মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসায়ীরা স্বীকার করতে বাধ্য হন, জেলেরা শিবালয়ের দিক থেকে পাঙাশগুলো আনেন এবং শিবালয় পদ্মা নদী থেকে ধরেছেন বলে তাঁরা দাবি করেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘যদি কোনো জেলে বা ব্যবসায়ী প্রতারণা করে থাকেন, তবে ভোক্তাদের সঙ্গে এটা বড় ধরনের অন্যায়। প্রমাণসহ ধরতে পারলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা খোঁজ নেন, আমিও খোঁজ নিচ্ছি—আসলেই কোথা থেকে এই পাঙাশগুলো আসে।’

মানিকগঞ্জের হরিরামপুরে চাষের পাঙাশের চেয়ে নদীর পাঙাশের চাহিদা ব্যাপক। স্বাদের তারতম্যের কারণে নদীর পাঙাশের চাহিদা ও দাম দুটোই বেশি। সম্প্রতি উপজেলায় বড় আকারের পাঙাশ মাছ হরহামেশাই পাওয়া যায় আড়ত ও হাট-বাজারে। এসব পাঙাশ নদীর বলে বিক্রি করেন ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতাদের অভিযোগ, পুকুরে চাষ করা পাঙাশ পদ্মার বলে চালিয়ে দিচ্ছেন। পাঙাশগুলো জেলার শিবালয়, দৌলতপুর, রাজবাড়ী জেলার দৌলতদিয়া, ফরিদপুর জেলার পুকুরে চাষ করা। ক্রেতাদের মিথ্যা বলে ঠকাচ্ছেন জেলে ও মৌসুমি ব্যবসায়ীরা।
গতকাল সোমবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর অস্থায়ী আড়ত (ইলিশের বাজার) এবং সকালে আন্ধারমানিক আড়তে দেখা যায়, বিভিন্ন ধরনের মাছের সঙ্গে ৮-১৫ কেজি ওজনের বড় বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে নিলামে। এ ছাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেশি হওয়া আর ক্রেতা কম থাকায় বড় আকারের পাঙাশ কেটে ভাগ করে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা দরে কিনে নিচ্ছেন ক্রেতারা।
স্থানীয় বাসিন্দা মো. আজিম মিয়া বলেন, পদ্মা নদীর পাঙাশে শরীরের রং হয় হালকা লালচে ও সাদা, চোখ সাদা, লেজে হালকা শ্যাওলাভাব হয়। এমনকি জালের ফাঁদে আটকা পড়লে পাঙাশের পেছনের অংশে বিভিন্ন ক্ষতও হতে পারে। কোনটা পদ্মা নদীর আর কোনটা চাষ করা, সেটা জেলেরাই ভালো জানেন। সারা বছর হঠাৎ দু-চারটা পাঙাশ আড়তে, হাট-বাজারে পাওয়া যেত, আর এখন হঠাৎ করে শত শত পাঙাশ এল কোথা থেকে?
বাহাদুরপুর গ্রামের আজিজ মিয়া বলেন, ‘১১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ কেনা হয়েছে ১৩ হাজার ৪০০ টাকা দিয়ে। কেনার পর সন্দেহ হয়, এটা পদ্মা নদীর পাঙাশ কিনা! পদ্মা নদী থেকে পাঙাশ কারেন্ট জালে ধরা পড়ে। আর কারেন্ট জালে আটকা পড়ার পর পাঙাশটি ছোটাছুটি করবে, ছোটাছুটি করার পর পাঙাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বা জখম থাকার কথা। কিন্তু পাঙাশগুলো ক্ষতহীন আর চকচকে দেখে আমার সন্দেহ হয়।’
গোপিনাথপুর গ্রামের রজ্জব আলী জানান, পদ্মা নদীর পাঙাশে শরীরের রং হওয়ার কথা হালকা লালচে আর সাদা সাদা। লেজে হালকা শেওলাভাব দেখা যাওয়ার কথা। চোখ সাদা হওয়ার কথা। এ ছাড়া পদ্মার পাঙাশ হলে কাটার পর হলদে রং হবে। এগুলো কিছুই দেখি না বাজারে বিক্রি হওয়া পাঙাশগুলোতে।
গত রোববার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর অস্থায়ী মাছের আড়তে (ইলিশের হাট) বেশ কয়েকজন ক্রেতার তোপের মুখে পড়েন কয়েকজন পাঙাশ মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসায়ীরা স্বীকার করতে বাধ্য হন, জেলেরা শিবালয়ের দিক থেকে পাঙাশগুলো আনেন এবং শিবালয় পদ্মা নদী থেকে ধরেছেন বলে তাঁরা দাবি করেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘যদি কোনো জেলে বা ব্যবসায়ী প্রতারণা করে থাকেন, তবে ভোক্তাদের সঙ্গে এটা বড় ধরনের অন্যায়। প্রমাণসহ ধরতে পারলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। আপনারা খোঁজ নেন, আমিও খোঁজ নিচ্ছি—আসলেই কোথা থেকে এই পাঙাশগুলো আসে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে