ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দাম কমার দুই দিন পর আবারও বাড়ছে কাঁচা মরিচের দাম। আজ বুধবার ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়।
ঈদ শেষে হঠাৎ করেই মানিকগঞ্জের হাট-বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হয়। ২০ দিন আগেও বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকায়। ঈদের দুই-তিন দিন আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকায়। সেই মরিচ ঈদের পরদিন থেকে একলাফে ৮০০ টাকার ওপরে ওঠে। এতে করে চরম বিপাকে পড়ে মানুষ।
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়ার পর গত ৩ জুলাই সোমবার বাজারে ভারতের আমদানি করা কাঁচা মরিচ আসে। সেদিন মরিচের দাম কমে ১৫০ থেকে ২০০ টাকায় নামে। এর আগের দিন রোববার মরিচের কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা।
গতকাল মঙ্গলবার জেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করার পর প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়।
আজ বুধবার হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের তুলনায় ভারত থেকে আমদানি মরিচের পরিমাণ কম। আর দেশে তেমন মরিচ পাওয়া যাচ্ছে না। সে কারণে দাম বেড়ে গেছে।
জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, কাঁচা মরিচের ভান্ডার হিসেবে পরিচিত মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুর ও শিবালয় উপজেলা। আগে এ অঞ্চলের মরিচ স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যেত। কয়েকটি দেশে রপ্তানিও হতো। কিন্তু এ বছর মরিচের ফলন বিপর্যয়ে রপ্তানি তো দূরের কথা, খোদ মরিচচাষিদেরই বাজার থেকে মরিচ কিনে খেতে হচ্ছে।
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ শহরের কাঁচা বাজারে মরিচ কেনার সময় গুজুরী গ্রামের মো. ইয়াকুব আলী বলেন, ঈদের দুই দিন আগে ২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছি। আজ এক পোয়া কিনলাম ১২০ টাকা দিয়ে।
রাধাকান্তপুর গ্রামের কৃষক মুন্নাফ মোল্লা বলেন, এবার আমি ২ বিঘা জমিতে কাঁচা মরিচ আবাদ করেছিলাম। কিন্তু খরার কারণে মরিচের ফুল ঝরে যায় এবং গাছ কুঁকড়ে যায়। ঈদের পর থেকে টানা বৃষ্টিতে এখন গাছে পচন ধরেছে। এতে ফলন দশ ভাগের এক ভাগও হয়নি।
আজ মানিকগঞ্জ, ঘিওর, বানিয়াজুরী, পঞ্চ রাস্তা মোড়সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১২০ টাকায়। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৪৫০ টাকা।
ঘিওর বাজারের কাঁচামাল ব্যবসায়ী রতন সরকার বলেন, ভোরে পাইকারি আড়তে
কাঁচা মরিচের সরবরাহ ছিল খুবই কম। প্রতি কেজি পাইকারি কিনেছি ৩৮০ টাকা দরে। এরপর প্রতি কেজিতে খরচ আছে আরও ১০ টাকা।
মানিকগঞ্জ কাঁচামাল আড়তের পাইকারি ব্যবসায়ী আলী হোসেন বলেন, আজ মোকামে মরিচ কম। মূলত ভারত থেকে কম আসায় মরিচের দাম আজ হঠাৎ করে বেড়ে গেছে। দাম বাড়ায় ক্রেতারা কিনছেন না। ফলে লোকসান দিয়ে বিক্রি করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত বছর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৪৪০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। আমদানি শুরু হওয়ায় ভারতে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। এ জন্য আমদানি করা কাঁচা মরিচের দামও বেশি। আর অতি খরা ও অতি বৃষ্টির কারণে দেশীয় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই মরিচের দাম একটু বেশি।’

দাম কমার দুই দিন পর আবারও বাড়ছে কাঁচা মরিচের দাম। আজ বুধবার ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জের বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়।
ঈদ শেষে হঠাৎ করেই মানিকগঞ্জের হাট-বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হয়। ২০ দিন আগেও বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকায়। ঈদের দুই-তিন দিন আগে বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ৩০০ টাকায়। সেই মরিচ ঈদের পরদিন থেকে একলাফে ৮০০ টাকার ওপরে ওঠে। এতে করে চরম বিপাকে পড়ে মানুষ।
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়ার পর গত ৩ জুলাই সোমবার বাজারে ভারতের আমদানি করা কাঁচা মরিচ আসে। সেদিন মরিচের দাম কমে ১৫০ থেকে ২০০ টাকায় নামে। এর আগের দিন রোববার মরিচের কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা।
গতকাল মঙ্গলবার জেলার কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করার পর প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়।
আজ বুধবার হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের তুলনায় ভারত থেকে আমদানি মরিচের পরিমাণ কম। আর দেশে তেমন মরিচ পাওয়া যাচ্ছে না। সে কারণে দাম বেড়ে গেছে।
জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, কাঁচা মরিচের ভান্ডার হিসেবে পরিচিত মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুর ও শিবালয় উপজেলা। আগে এ অঞ্চলের মরিচ স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যেত। কয়েকটি দেশে রপ্তানিও হতো। কিন্তু এ বছর মরিচের ফলন বিপর্যয়ে রপ্তানি তো দূরের কথা, খোদ মরিচচাষিদেরই বাজার থেকে মরিচ কিনে খেতে হচ্ছে।
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ শহরের কাঁচা বাজারে মরিচ কেনার সময় গুজুরী গ্রামের মো. ইয়াকুব আলী বলেন, ঈদের দুই দিন আগে ২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছি। আজ এক পোয়া কিনলাম ১২০ টাকা দিয়ে।
রাধাকান্তপুর গ্রামের কৃষক মুন্নাফ মোল্লা বলেন, এবার আমি ২ বিঘা জমিতে কাঁচা মরিচ আবাদ করেছিলাম। কিন্তু খরার কারণে মরিচের ফুল ঝরে যায় এবং গাছ কুঁকড়ে যায়। ঈদের পর থেকে টানা বৃষ্টিতে এখন গাছে পচন ধরেছে। এতে ফলন দশ ভাগের এক ভাগও হয়নি।
আজ মানিকগঞ্জ, ঘিওর, বানিয়াজুরী, পঞ্চ রাস্তা মোড়সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১২০ টাকায়। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৪৫০ টাকা।
ঘিওর বাজারের কাঁচামাল ব্যবসায়ী রতন সরকার বলেন, ভোরে পাইকারি আড়তে
কাঁচা মরিচের সরবরাহ ছিল খুবই কম। প্রতি কেজি পাইকারি কিনেছি ৩৮০ টাকা দরে। এরপর প্রতি কেজিতে খরচ আছে আরও ১০ টাকা।
মানিকগঞ্জ কাঁচামাল আড়তের পাইকারি ব্যবসায়ী আলী হোসেন বলেন, আজ মোকামে মরিচ কম। মূলত ভারত থেকে কম আসায় মরিচের দাম আজ হঠাৎ করে বেড়ে গেছে। দাম বাড়ায় ক্রেতারা কিনছেন না। ফলে লোকসান দিয়ে বিক্রি করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত বছর উপজেলার ৭টি ইউনিয়নের ৫৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। চলতি মৌসুমে ৪৪০ হেক্টর জমিতে কাঁচা মরিচের আবাদ হয়েছে। আমদানি শুরু হওয়ায় ভারতে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। এ জন্য আমদানি করা কাঁচা মরিচের দামও বেশি। আর অতি খরা ও অতি বৃষ্টির কারণে দেশীয় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই মরিচের দাম একটু বেশি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে