মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।
এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।
এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১৬ মিনিট আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
২২ মিনিট আগে
রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়।
২৪ মিনিট আগে
তিনি বলেন, কোনো বিজিবির সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে তবে সে শুধু আইন ভাঙে না, রাষ্ট্রের নীতিকেও দুর্বল করে দেয়।
২৭ মিনিট আগে