আনিছুর লাডলা, লালমনিরহাট

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তফসিল ঘোষণার পর পরই লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আদিতমারী উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত না হলেও বিএনপির অন্তত ১০ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের জন্য মাঠে নেমেছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন—দুর্গাপুর ইউনিয়নে আসাদুজ্জামান (ভুট্টা নান্নু), ভেলাবাড়ীতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, কমলাবাড়ীতে কান্তেশ্বর রায়, সারপুকুরে বর্তমান চেয়ারম্যান আজিজুল হক প্রধান, সাপ্টীবাড়ীতে সাবেক চেয়ারম্যান আব্দুস সোহরাব, ভাদাই ইউনিয়নে কৃঞ্চ কান্ত বিদুর, মহিষখোচা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও পলাশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলী।
এছাড়া অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা হলেন—দুর্গাপুর ইউনিয়নে সালেকুজ্জামান প্রামাণিক সালেক (বিএনপি), ইছরাউল হক (আ লীগ), বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু (আ.লীগ), ডা. রাসেল মাহমুদ (আ.লীগ), আল আমিন (ইশা), বখতিয়ার রহমান (জাপা)। ভেলাবাড়ী ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবু তালেব (আ.লীগ), গোলাম কিবরিয়া রিপন (বিএনপি), আনোয়ার হোসেন (জাপা), হাফেজ মাওলানা আজহারুল ইসলাম (ইশা)। কমলাবাড়ী ইউনিয়নে ছাত্রলীগ নেতা ওমর মাহমুদ চিশতি (আ.লীগ), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপু (বিএনপি), মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মাঈদুল ইসলাম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আলা উদ্দিন আলাল (ইশা)। সারপুকুর ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সভাপতি বাদশা আলমগীর (আ.লীগ), যুবলীগ নেতা কবির হোসেন (আ.লীগ), মজিদুল ইসলাম (আ.লীগ), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নাদিরুল ইসলাম মানিক (বিএনপি), মাহফুজার রহমান (ইশা), সাপ্টীবাড়ী ইউনিয়ন-প্রধান শিক্ষক এনামুল হক (বিএনপি), আসাদুজ্জামান লিপু (বিএনপি), আব্দুল্লাহ আল মামুন (জাপা), সামসুদ্দিন মাষ্টার (ইশা)। ভাদাই ইউনিয়নে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল (আ. লীগ), নুর আলম (জাপা), হাফেজ সফিউল্লাহ (ইশা)। পলাশী ইউনিয়নে খাইরুল বাশার (আ.লীগ), জেলা স্বেচ্ছাসেবক নেতা আবু হিয়া ইউনুছ (বিএনপি), সাবেক চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (জামায়াত), আলহাজ তাহেরুল ইসলাম (জাপা) জিহাদ আল আজাদ (ইশা)। মহিষখোঁচা ইউনিয়নে প্রাক্তন ইউপি সদস্য বিএনপি ছেড়ে আসা মমতাজ উদ্দিন (আ.লীগ), নুর আলম শেফাউল (আ.লীগ), বেলাল হোসেন (জাপা), কামরুল হাসান (বিএনপি), হাফেজ মশিয়ার রহমানসহ (ইশা) চেয়ারম্যান পদে অনেকের নাম শোনা যাচ্ছে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব রুহুল আমীন দুদু জানান, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকেই চেয়ারম্যান পদে মনোনয়ন চাইছেন। দলের চেয়ারম্যান মহোদয় ও জেলা কমিটির আহ্বায়ক শেরিফা কাদের ও সদস্যসচিব জাহিদ হাসান লিমন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, আটটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল যাকে নৌকা প্রতীক দিয়েছে, তাঁর পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন, বর্তমান সিইসির অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এটি দলীয় সিদ্ধান্ত। বিএনপির পদ-পদবিধারী কোনো নেতা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর পরেও কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী আগামী ১১ নভেম্বর আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২০ অক্টোবর যাচাই-বাচাই এবং মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তফসিল ঘোষণার পর পরই লালমনিরহাটের আদিতমারী উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আদিতমারী উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত না হলেও বিএনপির অন্তত ১০ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের জন্য মাঠে নেমেছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হলেন—দুর্গাপুর ইউনিয়নে আসাদুজ্জামান (ভুট্টা নান্নু), ভেলাবাড়ীতে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, কমলাবাড়ীতে কান্তেশ্বর রায়, সারপুকুরে বর্তমান চেয়ারম্যান আজিজুল হক প্রধান, সাপ্টীবাড়ীতে সাবেক চেয়ারম্যান আব্দুস সোহরাব, ভাদাই ইউনিয়নে কৃঞ্চ কান্ত বিদুর, মহিষখোচা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও পলাশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শওকত আলী।
এছাড়া অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা হলেন—দুর্গাপুর ইউনিয়নে সালেকুজ্জামান প্রামাণিক সালেক (বিএনপি), ইছরাউল হক (আ লীগ), বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু (আ.লীগ), ডা. রাসেল মাহমুদ (আ.লীগ), আল আমিন (ইশা), বখতিয়ার রহমান (জাপা)। ভেলাবাড়ী ইউনিয়নে ইঞ্জিনিয়ার আবু তালেব (আ.লীগ), গোলাম কিবরিয়া রিপন (বিএনপি), আনোয়ার হোসেন (জাপা), হাফেজ মাওলানা আজহারুল ইসলাম (ইশা)। কমলাবাড়ী ইউনিয়নে ছাত্রলীগ নেতা ওমর মাহমুদ চিশতি (আ.লীগ), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অপু (বিএনপি), মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মাঈদুল ইসলাম (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আলা উদ্দিন আলাল (ইশা)। সারপুকুর ইউনিয়নে উপজেলা কৃষক লীগের সভাপতি বাদশা আলমগীর (আ.লীগ), যুবলীগ নেতা কবির হোসেন (আ.লীগ), মজিদুল ইসলাম (আ.লীগ), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক নাদিরুল ইসলাম মানিক (বিএনপি), মাহফুজার রহমান (ইশা), সাপ্টীবাড়ী ইউনিয়ন-প্রধান শিক্ষক এনামুল হক (বিএনপি), আসাদুজ্জামান লিপু (বিএনপি), আব্দুল্লাহ আল মামুন (জাপা), সামসুদ্দিন মাষ্টার (ইশা)। ভাদাই ইউনিয়নে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল (আ. লীগ), নুর আলম (জাপা), হাফেজ সফিউল্লাহ (ইশা)। পলাশী ইউনিয়নে খাইরুল বাশার (আ.লীগ), জেলা স্বেচ্ছাসেবক নেতা আবু হিয়া ইউনুছ (বিএনপি), সাবেক চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী (জামায়াত), আলহাজ তাহেরুল ইসলাম (জাপা) জিহাদ আল আজাদ (ইশা)। মহিষখোঁচা ইউনিয়নে প্রাক্তন ইউপি সদস্য বিএনপি ছেড়ে আসা মমতাজ উদ্দিন (আ.লীগ), নুর আলম শেফাউল (আ.লীগ), বেলাল হোসেন (জাপা), কামরুল হাসান (বিএনপি), হাফেজ মশিয়ার রহমানসহ (ইশা) চেয়ারম্যান পদে অনেকের নাম শোনা যাচ্ছে।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব রুহুল আমীন দুদু জানান, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেকেই চেয়ারম্যান পদে মনোনয়ন চাইছেন। দলের চেয়ারম্যান মহোদয় ও জেলা কমিটির আহ্বায়ক শেরিফা কাদের ও সদস্যসচিব জাহিদ হাসান লিমন এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, আটটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দল যাকে নৌকা প্রতীক দিয়েছে, তাঁর পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে বলে জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক বলেন, বর্তমান সিইসির অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, এটি দলীয় সিদ্ধান্ত। বিএনপির পদ-পদবিধারী কোনো নেতা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর পরেও কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী আগামী ১১ নভেম্বর আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা, ২০ অক্টোবর যাচাই-বাচাই এবং মনোনয়ন প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে