Ajker Patrika

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আরমান হোসেন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। আরমান হোসেন ভূঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তাঁর অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়; এতে চার শিক্ষার্থী নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।

এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের করা চার শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত