কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের এ ঘটনায় গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, থানায় ইনফর্ম না করে ও সিভিল পোশাকে গিয়ে আলমগীর হোসেন নামের এক যুবককে তুলে আনার অপরাধে আমিনুল ইসলামকে পুলিশ সুপার সাসপেন্ড করেছেন।
ভুক্তভোগী মো. আলমগীর হোসেনের (৪০) স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমরা ঘরে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় আমার স্বামীর নাম ধরে ডাক দেয় চার-পাঁচজন লোক। ঘর থেকে বের হলে তারা তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। দুই-তিন ঘণ্টার পর আমার স্বামীর মোবাইল ফোন দিলে অপরিচিত কণ্ঠে ফোন রিসিভ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।’
শাহিদা বেগম আরও বলেন, ‘টাকা নিয়ে কমলনগর ফজুমিয়ারহাট-লরেন্স সড়কে যেতে বলে। নিরুপায় হয়ে টাকা নিয়ে স্থানীয় মেম্বারসহ আমরা সেখানে যাই। সেখানে গেলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় একজন নিজেকে কমলনগর থানার পুলিশ বলে পরিচয় দেয়।’
তবে মুক্তিপণ দাবির অভিযোগ অস্বীকার করে এএসআই আমিনুল ইসলাম বলেন, ‘আমার সোর্সের মাধ্যমে রামগতির চরসীতা গ্রামের আলমগীর হোসেনের কাছে ১০০ গ্রাম গাঁজা থাকার সংবাদের ভিত্তিতে তাঁকে তুলে নিয়ে আসি। পরে তাঁর আত্মীয়স্বজন এসে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।’ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কী কী নিয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
এ বিষয়ে চরবাদাম ইউপি সদস্য মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আলমগীরের পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়, তিন-চারজন লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে। পরে একটা মোবাইল নম্বরে যোগাযোগ করি। তারা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রামগতি থানার ওসিকে জানাই। তাঁর পরামর্শে টাকা নিয়ে ফজুমিয়ারহাট এলাকায় গেলে মুক্তিপণ দাবি করা লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে। এ সময় তিনি নিজেকে কমলনগর থানার এএসআই বলে পরিচয় দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।’

লক্ষ্মীপুরের রামগতিতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের এ ঘটনায় গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, থানায় ইনফর্ম না করে ও সিভিল পোশাকে গিয়ে আলমগীর হোসেন নামের এক যুবককে তুলে আনার অপরাধে আমিনুল ইসলামকে পুলিশ সুপার সাসপেন্ড করেছেন।
ভুক্তভোগী মো. আলমগীর হোসেনের (৪০) স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমরা ঘরে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় আমার স্বামীর নাম ধরে ডাক দেয় চার-পাঁচজন লোক। ঘর থেকে বের হলে তারা তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। দুই-তিন ঘণ্টার পর আমার স্বামীর মোবাইল ফোন দিলে অপরিচিত কণ্ঠে ফোন রিসিভ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।’
শাহিদা বেগম আরও বলেন, ‘টাকা নিয়ে কমলনগর ফজুমিয়ারহাট-লরেন্স সড়কে যেতে বলে। নিরুপায় হয়ে টাকা নিয়ে স্থানীয় মেম্বারসহ আমরা সেখানে যাই। সেখানে গেলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় একজন নিজেকে কমলনগর থানার পুলিশ বলে পরিচয় দেয়।’
তবে মুক্তিপণ দাবির অভিযোগ অস্বীকার করে এএসআই আমিনুল ইসলাম বলেন, ‘আমার সোর্সের মাধ্যমে রামগতির চরসীতা গ্রামের আলমগীর হোসেনের কাছে ১০০ গ্রাম গাঁজা থাকার সংবাদের ভিত্তিতে তাঁকে তুলে নিয়ে আসি। পরে তাঁর আত্মীয়স্বজন এসে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।’ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কী কী নিয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
এ বিষয়ে চরবাদাম ইউপি সদস্য মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আলমগীরের পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়, তিন-চারজন লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে। পরে একটা মোবাইল নম্বরে যোগাযোগ করি। তারা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রামগতি থানার ওসিকে জানাই। তাঁর পরামর্শে টাকা নিয়ে ফজুমিয়ারহাট এলাকায় গেলে মুক্তিপণ দাবি করা লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে। এ সময় তিনি নিজেকে কমলনগর থানার এএসআই বলে পরিচয় দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে