অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে আজ সোমবার দুপুরে সাতজন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন সাবিকুল ইসলাম (২৫) নামের এক পর্যটক। দুজনকে উদ্ধার করতে পারলেও তিনি পানিতে ডুবে মারা গেছেন। তাঁর লাশ সন্ধ্যায় উদ্ধার করেছে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বেলা দেড়টায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের পাশে বাইশ মিটার সেতু এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীরা জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে ছোট ডিঙি নৌকায় করে একটি গরু, দুই শিশুসহ পাঁচজন নারী-পুরুষ বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালায় ‘বাইশ মিটার সেতু’ পেরোনোর সময় স্রোতে নৌকাটি ডুবে যায়।
এদিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে আসা পর্যটক সাবিকুল নৌকাডুবির ঘটনা দেখে সড়কে মোটরসাইকেল রেখে যাত্রীদেরকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তিনি এক শিশু ও এক নারীকে উদ্ধার করে সড়কে উঠতে গিয়ে হঠাৎ হাওরের পানিতে তলিয়ে যান বলে বেঁচে যাওয়া যাত্রীরা জানান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২০ মিনিটের সন্ধান করে আজ সন্ধ্যা পণে ৭টার দিকে সাবিকুলের মরদেহ উদ্ধার করে।
তিন বছর বয়সী এক ছেলে সন্তানের বাবা সাবিকুল ইসলাম। তিনি অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা গেছে, অষ্টগ্রামের কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ববিতা রাণি সরকার স্বামী, দুই সন্তান, ছোট বোন ও বোন জামাই এবং নৌকার মাঝিসহ ৭ জনকে নিয়ে বাবার বাড়ি বেড়িয়ে হাছানপুর ফিরছিলেন।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক সাব অফিসার কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা বেলা দেড়টায় নৌদুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বাজিতপুর থেকে ডুবুরি এলে উদ্ধার কাজ শুরু করি। মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করি।’

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে আজ সোমবার দুপুরে সাতজন যাত্রীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন সাবিকুল ইসলাম (২৫) নামের এক পর্যটক। দুজনকে উদ্ধার করতে পারলেও তিনি পানিতে ডুবে মারা গেছেন। তাঁর লাশ সন্ধ্যায় উদ্ধার করেছে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বেলা দেড়টায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের পাশে বাইশ মিটার সেতু এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীরা জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে ছোট ডিঙি নৌকায় করে একটি গরু, দুই শিশুসহ পাঁচজন নারী-পুরুষ বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালায় ‘বাইশ মিটার সেতু’ পেরোনোর সময় স্রোতে নৌকাটি ডুবে যায়।
এদিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে আসা পর্যটক সাবিকুল নৌকাডুবির ঘটনা দেখে সড়কে মোটরসাইকেল রেখে যাত্রীদেরকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। তিনি এক শিশু ও এক নারীকে উদ্ধার করে সড়কে উঠতে গিয়ে হঠাৎ হাওরের পানিতে তলিয়ে যান বলে বেঁচে যাওয়া যাত্রীরা জানান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২০ মিনিটের সন্ধান করে আজ সন্ধ্যা পণে ৭টার দিকে সাবিকুলের মরদেহ উদ্ধার করে।
তিন বছর বয়সী এক ছেলে সন্তানের বাবা সাবিকুল ইসলাম। তিনি অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।
জানা গেছে, অষ্টগ্রামের কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের ববিতা রাণি সরকার স্বামী, দুই সন্তান, ছোট বোন ও বোন জামাই এবং নৌকার মাঝিসহ ৭ জনকে নিয়ে বাবার বাড়ি বেড়িয়ে হাছানপুর ফিরছিলেন।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক সাব অফিসার কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা বেলা দেড়টায় নৌদুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বাজিতপুর থেকে ডুবুরি এলে উদ্ধার কাজ শুরু করি। মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করি।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে