নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে