নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম মশিউল হক মিটুর নামে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও, ছবি ও লেখা পোস্টের মাধ্যমে অজ্ঞাতনামা একটি চক্র তাঁকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ঘটনার উল্লেখ করে সাংবাদিক মিটু নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএম মশিউল হক মিটু জানতে পারেন অজ্ঞাতনামা প্রতারক চক্র ‘মশিউল হক মিঠু’ নামে একটি ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে ব্যক্তি বিশেষের অশ্লীল ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্নসহ হয়রানির চেষ্টা চালাচ্ছে। প্রকৃতপক্ষে ওই নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বা খোলেননি। ঘটনাটি জানাজানির পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিটু জানান, তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাসহ হয়রানির উদ্দেশ্যে অজ্ঞাতনামা একটি প্রতারক চক্র তাঁর নাম এবং সহকর্মীদের সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে অশ্লীল ভিডিও ও ছবি পোস্টের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে। তিনি কখনোই এই নামের ফেসবুক আইডি খোলেননি এবং কোনো কিছু পোস্টও করেননি। তিনি প্রতারকচক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এমন ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহী জানান, একজন সাংবাদিকের নাম ও সহকর্মীদের ছবি ব্যবহার করে ‘ভুয়া’ ফেসবুক আইডি খুলে হয়রানিসহ প্রতারণা জঘন্য কাজ। প্রতারকচক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ ঘটনায় থানায় জিডি দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে