
যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজ যারা এতদিন ঘাপটি মেরে ছিল, তাদের সংগঠিত করছেন। এসব সন্ত্রাসীকে নিজের কর্মী পরিচয়ে নির্বাচনের মাঠে নামিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এর আগে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী নৌকার প্রার্থীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর পরপরই সংবাদ সম্মেলন করেন স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এস এম ইয়াকুব আলী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তুচ্ছ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নে নিজে সঙ্গে থেকে সাত-আটটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার কর্মী-সমর্থকদের পক্ষে তাঁদের প্রতিহত করার শক্তি থাকলেও তারা আমার নির্দেশে ধৈর্য ধরছে।’
সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য্য দাবি করেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা মেনে মনিরামপুরে প্রচারকাজ চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরপেক্ষ পরিবেশে প্রচারকাজে সুযোগ পাচ্ছে। নৌকার পক্ষে জনগণের সাড়া মনিরামপুরে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।

যশোর-৫ (মনিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্র মামলার আসামি, চাঁদাবাজ যারা এতদিন ঘাপটি মেরে ছিল, তাদের সংগঠিত করছেন। এসব সন্ত্রাসীকে নিজের কর্মী পরিচয়ে নির্বাচনের মাঠে নামিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এর আগে আজ দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী নৌকার প্রার্থীর ছেলে সুপ্রিয় ভট্টাচার্য শুভ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এর পরপরই সংবাদ সম্মেলন করেন স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘এস এম ইয়াকুব আলী মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভোট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তুচ্ছ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রার্থী গতকাল বুধবার রাতে উপজেলার কাশিমনগর ইউনিয়নে নিজে সঙ্গে থেকে সাত-আটটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেলে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। আমার কর্মী-সমর্থকদের পক্ষে তাঁদের প্রতিহত করার শক্তি থাকলেও তারা আমার নির্দেশে ধৈর্য ধরছে।’
সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য্য দাবি করেন, ‘নির্বাচন কমিশনের নীতিমালা মেনে মনিরামপুরে প্রচারকাজ চালাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিরপেক্ষ পরিবেশে প্রচারকাজে সুযোগ পাচ্ছে। নৌকার পক্ষে জনগণের সাড়া মনিরামপুরে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলে সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমুখ।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
২০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে