
শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ থেকে তিনি ভোটের লড়াই থেকে সরে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন লাঙ্গলের এই প্রার্থী। এম এ হালিম অভিযোগ করে বলেন, ‘আমি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে নেমেছিলাম। ভোটের শুরু থেকে দেখছি, আমার দলের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক ভূমিকা পালন করছেন। দলের কিছু প্রার্থীর নির্বাচনী পোস্টার নিয়েও ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন দেওয়ার পর কেন্দ্রের কোনো নেতা আমাদের ভোটের খবর নেননি। তাতে স্থানীয় পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।’
সংবাদ সম্মেলনে এম এ হালিম বলেন, ‘আমরা সাধারণ জনগণের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম। বড় দুটি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে। এ জন্য আমরা নিশ্চিত হতে পেরেছি, অধিকাংশ ভোটার নির্বাচনে ভোটের মাঠে আসবেন না। সে জন্য ভোটারদের মতামত ও আমার দলের নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীককে সমর্থন দিচ্ছি না। নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আমি আমার নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এম এ হালিম ভোট বর্জন করায় মনিরামপুরে ভোটের লড়াইয়ে থাকছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের নুরুল্লা আব্বাসী ও সোনালি আঁশ প্রতীকে আবু নসর মোহাম্মদ মোস্তফা।

শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ হালিম। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় নেতাদের ওপর ক্ষোভ থেকে তিনি ভোটের লড়াই থেকে সরে পড়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন লাঙ্গলের এই প্রার্থী। এম এ হালিম অভিযোগ করে বলেন, ‘আমি জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনে নেমেছিলাম। ভোটের শুরু থেকে দেখছি, আমার দলের কেন্দ্রীয় নেতারা রহস্যজনক ভূমিকা পালন করছেন। দলের কিছু প্রার্থীর নির্বাচনী পোস্টার নিয়েও ইতিমধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন দেওয়ার পর কেন্দ্রের কোনো নেতা আমাদের ভোটের খবর নেননি। তাতে স্থানীয় পর্যায়ে আমাদের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।’
সংবাদ সম্মেলনে এম এ হালিম বলেন, ‘আমরা সাধারণ জনগণের ভোট নিয়ে জিততে চেয়েছিলাম। বড় দুটি রাজনৈতিক দল এবারের নির্বাচন বর্জন করেছে। এ জন্য আমরা নিশ্চিত হতে পেরেছি, অধিকাংশ ভোটার নির্বাচনে ভোটের মাঠে আসবেন না। সে জন্য ভোটারদের মতামত ও আমার দলের নেতা-কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীককে সমর্থন দিচ্ছি না। নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আমি আমার নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এম এ হালিম ভোট বর্জন করায় মনিরামপুরে ভোটের লড়াইয়ে থাকছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের নুরুল্লা আব্বাসী ও সোনালি আঁশ প্রতীকে আবু নসর মোহাম্মদ মোস্তফা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে